অনেকদিন পর ফের বড়পর্দায় তোলপাড় ফেলতে আসছেন দক্ষিণী তারকা অল্লু অর্জুন।কারণ,১৭ডিসেম্বর মুক্তি পাচ্ছে তার বহু প্রতীক্ষিত ছবি ‘পুষ্পা-দ্য রাইস পার্ট ১’। তামিল,তেলুগুর পাশাপাশি হিন্দিতেও গোটা দেশ জুড়ে মুক্তি পাবে ছবি। মঙ্গলবার মুক্তি পেল ‘পুষ্পা’-র মারকাটারি ট্রেলার।ছবির তামিল ছবিতে অল্লুর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন,রশ্মিকা মান্দানা।পাশাপাশি অ্যাকশনে ভরপুর এই ছবিতে দেখা যাবে দুই দক্ষিণী অভিনেতা ফাহাদ ফাজিল এবং সুনীলকেও। ‘পুষ্পা’-র পরিচালনার দায়িত্ব সামলেছেন অসংখ্য সুপারহিট দক্ষিণী ছবির পরিচালক সুকুমার। জঙ্গলের মধ্যে গ্যাংস্টারদের লড়াই, আর সেই নিয়ে রাজনীতির কারবারিদের অন্তর্দন্দ্ব।এই নিয়েই তৈরি হয়েছে ‘পুষ্পা –দ্য রাইস পার্ট ১’-এর গল্প।বড়পর্দায় অল্লুকে দেখার অপেক্ষায় দিন গুনছেন অল্লুভক্তরা।