পাভেলের ‘মন খারাপ’ ছবির শ্যুটিংয়ের কাজ শেষ হল। সেই আনন্দেই সবাই মিলে ছবি পোষ্ট করলেন ছবির নায়ক অঙ্কুশ হাজরা। কলকাতা ও পুরুলিয়ার কিছু জায়গা নিয়ে ছবির শ্যুটিং হয়েছিল। অঙ্কুশ জানিয়েছেন, পাভেলের সঙ্গে আমার করার অভিজ্ঞতা দারুণ। আগামী দিনে আরও কাজ করতে চান তিনি পাভেলের সঙ্গে।
এই ছবিতে অন্যান্য চরিত্রে অভিনয় করছেন ঋদ্ধি সেন , কৌশিক সেন, বিদীপ্তা চক্রবর্তী , অপরাজিতা আঢ্য প্রমুখ।এটি মূলত একটি সাইকোলজিকাল থ্রিলার। আশা করা যায় একদম অন্যরকম চরিত্রে দর্শক দেখতে পাবে অঙ্কুশ কে এই ছবিতে এক জন মনস্তত্ববিদের চরিত্রে দেখা যাবে অঙ্কুশকে।