সাতটি ঘোড়ায় টানা রথে চড়ে বিয়ের ছাদনাতলায় আসবেন বর। সুসজ্জিত কাচের মণ্ডপে সামাজিকভাবে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন বলিউডের এই হাইপ্রোফাইল জুটি। ইতিমধ্যেই মুম্বইতে তাঁদের বিশেষ ম্যারেজ রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী আইনসিদ্ধ বিবাহ হয়ে গেছে। আজ থেকে ক্যাটরিনা-ভিকির রাজকীয় বিয়ের আসর বসতে চলেছে রাজস্থানের বারওয়ারাতে। আজ ৭ তারিখ হবে সংগীতের আসর। ৮ তারিখ হবে মেহেন্দি। ৯ ডিসেম্বর ভিকি কৌশলের সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন ক্যাটরিনা কাইফ। ক্যাটরিনা বিক্রির রাজকীয় বিয়ের আসর এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। জোর কদমে চলছে শেষ মুহূর্তের কাজ। সব কিছুর মধ্যেই স্পেশাল ব্যবস্থা রাখতে চাইছেন ভিক্যাট। হ্যাঁ বিয়ের জায়গা, পোশাক এমনকি খাবারের মেনু সবকিছুতেই থাকছে চমক।
মরুরাজ্যের সাওয়াই মাধোপুরের বারওয়ারা সিক্স সেন্সেস প্রাসাদ-রিসর্ট,এখানেই ভিকি-ক্যাটের রাজকীয় বিয়ের আসর
সব কিছু যেনো নিখুঁতভাবে হয় তা খতিয়ে দেখায় যেন কোন খামতি না থাকে সে জন্য সচেষ্ট সবাই। আমন্ত্রিতদের তালিকায় খুব বেশি হলে নাম রয়েছে প্রায় ১২৫ জনের। ভিকি-ক্যাটের রাজকীয় বিয়েতে কি কি খাবার থাকতে চলেছে তা জানতে অনুরাগীরা যথেষ্ট আগ্রহী। একটি সূত্র জানাচ্ছে, পাঞ্জাবি,রাজস্থানী,মোগলাই, কন্টিনেন্টাল,ইটালিয়ান দেশ-বিদেশের নানা কুইজিন থাকবে এই বিয়ের মেনুতে। তাছাড়াও সোওয়াই মাধোপুরের নামজাদা সমস্ত মিষ্টির দোকান থেকে নানা রকমের মিষ্টি আসবে। যার মধ্যে থাকবে রাজস্থানের বিশেষ কিছু মিষ্টির আইটেম। যেমন কাজু বরফি,ডোডা বারফি, ব্যাসন চাক্কি,গুলাব জামুন সহ আরো অনেক কিছু। ভিকি যেহেতু পাঞ্জাবি সেই জন্য পাঞ্জাবি ছোলে বাটুরে থেকে বাটার চিকেন সবকিছুরই ব্যবস্থা রাখা হয়েছে অতিথিদের জন্য। থাকবে নানান বিদেশী খাবারও।