মুম্বই: ভারত-ইংল্যান্ড সিরিজ নিয়ে মুখ খুললেন প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক ইয়ান চ্যাপেল। একহাত নিলেন ভারতীয় ব্যাটার শ্রেয়স আইয়ারকে। সাফ জানান, শ্রেয়সকে নিয়ে অতিরিক্ত প্রত্যাশা এবারে বন্ধ হোক। একইসঙ্গে কেএল রাহুল এবং রবীন্দ্র জাডেজার প্রত্যাবর্তনকে স্বাগত জানান অস্ট্রেলিয়ান কিংবদন্তি।
এক বিবৃতিতে ইয়ান চ্যাপেল বলেন, ‘ভারত শক্তিশালী দল। অধিনায়ক হিসেবে রোহিত শর্মাও বেশ! চোট থেকে রবীন্দ্র জাডেজা এবং কেএল রাহুল ফিরে আসায় ভারতীয় দল যে আরও শক্তিশালী হবে সেটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু বিরাট কোহলির ভারতীয় দলে না ফেরাটা একটা বড় ধাক্কা। তবে আশা রাখছি শ্রেয়স আইয়ারের ব্যাট থেকে বেশি প্রত্যাশা করাটা এবার বন্ধ হবে। তার থেকে নির্বাচকদের বরং কুলদীপ যাদবের উইকেট নেওয়ার ক্ষমতার উপর বেশি নজর দেওয়া উচিত।’
উল্লেখ্য, পরবর্তী টেস্ট ম্যাচগুলিতে জায়গা পাননি শ্রেয়স আইয়ার। তাঁর দলে না থাকা নিয়ে দু-রকম মতামত রয়েছে। প্রথমত মনে করা হচ্ছে তাঁর বাদ পড়ার অন্যতম কারণ চোট। ৩০ বল খেলার পর পিঠের পেশি শক্ত হয়ে যাচ্ছে। পুরনো চোট আবারও কি ফিরে এসেছে? গত বছর চোটের কারণে আইপিএল খেলতে পারেননি শ্রেয়স। আবার আরেক অংশের মত দ্বিতীয় টেস্টে শ্রেয়স আইয়ারের পারফরম্যান্সে অখুশি ভারতীয় থিঙ্কট্যাঙ্ক। সেইজন্যই এই সিদ্ধান্ত।
রাজকোটে কী টিম কম্বিনেশন খেলানো হয় সেটা অবশ্যই দেখার। বিশেষ করে নজর থাকবে বোলিং কম্বিনেশনের দিকে।
একনজরে দেখে নেওয়া যাক পরবর্তী তিনটি টেস্ট ম্যাচের জন্য ভারতীয় স্কোয়াড-
রোহিত শর্মা(অধিনায়ক), জসপ্রীত বুমরা(সহ অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, কেএল রাহুল, রজত পাতিদার, সরফরাজ খান, ধ্রুব জুড়েল, কেএস ভরত, আর অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মুকেশ কুমার, মহম্মদ সিরাজ , আকাশ দীপ
অন্য খবর দেখতে ক্লিক করুন: