কলকাতা: আইএসএল ২০২৩-২৪ (ISL 2023-24) মরসুমে সাত ম্যাচে মাত্র দুটো জয়, দুটো ড্র এবং তিনটি হার। আট পয়েন্ট নিয়ে লিগ টেবিলে আট নম্বরে ইস্টবেঙ্গল (East Bengal FC)। এত হতশ্রী পারফরম্যান্স সত্ত্বেও আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে কার্লেস কুয়াদ্রাতের (Carles Cuadrat) দল। একটাই কারণ, গত ম্যাচে যুবভারতী ক্রীড়াঙ্গনে নর্থ-ইস্ট ইউনাইটেডকে (North East United) ৫-০ হারিয়েছে তারা। পাঁচ গোলের মালা পরানোর পরেই নিভু নিভু মশাল দপ করে জ্বলে উঠেছে। খেলোয়াড়রা তো বটেই, চনমনে হয়ে উঠেছেন সমর্থকরাও।
আরও পড়ুন: ভারতের দক্ষিণ আফ্রিকা সফর- ফিরে দেখা কিছু মুহূর্ত
আজ আবার যুবভারতীতেই লাল-হলুদের প্রতিপক্ষ পঞ্জাব এফসি (Punjab FC)। গত মরসুমে আই লিগ (I league) চ্যাম্পিয়ন হয়ে এবার আইএসএলের আসরে পা রেখেছে তারা। কিন্তু চলা তো দূর এখনও ঠিক করে দাঁড়াতেই পারছে না তারা। আট ম্যাচে মাত্র চার পয়েন্ট নিয়ে ১১ নম্বরে রয়েছে পঞ্জাব। ড্র চারটে এবং হার চারটে, জয় এখনও অধরা। দলটায় ভালো মানের কিছু বিদেশি থাকলেও গুছিয়ে খেলে উঠতে পারছে না। ইস্টবেঙ্গল সমর্থকরা আজ আবার জয়ের আশা করতেই পারেন।
???????? ??
The boys are full of ???? heading into #EBFCPFC! ?#AmagoFans, তোমরা গর্জন করার জন্য তৈরি তো? ?
Watch #EBFCPFC live on Sports18, VH1, DD Bangla, Colors Bangla & JioCinema. ?#JoyEastBengal #EastBengalFC #ISL10 #LetsFootball pic.twitter.com/tbjGnHGq42
— East Bengal FC (@eastbengal_fc) December 9, 2023
আজ জিতলে এক নতুন রেকর্ড হবে। আইএসএলের আসরে আজ পর্যন্ত পরপর দুই ম্যাচ জেতেনি ইস্টবেঙ্গল। নাওরেম মহেশ সিং, নন্দকুমার, ক্লেটন সিলভারা আজ সেই বদনাম ঘোচাতে মাঠে নামবেন। আগেই বলেছি, ৫-০ জেতার পর দলটা যেন বদলে গিয়েছে। প্র্যাকটিস সেশনে দারুণ ফুরফুরে দেখাচ্ছে সবাইকে। বদলে যাওয়া ইস্টবেঙ্গলের খেলা দেখতে আজ মাঠে ভিড় জমাবেন সমর্থকরা। আজ শনিবার তাই ভিড় একটু বেশিই হতে পারে।