কলকাতা: জি বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো দিদি নিং ১। বিগত কয়েক বছর ধরেই দর্শকদের কাছে তুমুল জনপ্রিয় রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত এই শো। টিআরপি-তেও বরাবর নিজের ম্যাজিক দেখিয়েছে এই শো। তবে এবার এই শো-কেও পিছনে ফেলে দিল ডান্স বাংলা ডান্স।
আইপিএলের মরশুমে বাংলা টেলিভিশন শোয়ের টিআরপি বেশ খানিকটা ওলটপালট হয়েছে। ফিকশন থেকে শুরু করে নন ফিকশনের একই অবস্থা। নন ফিকশনে এই সপ্তাহেও জি বাংলা নিজের জায়গা ধরে রেখেছে। স্টার জলসাকে নন ফিকশনে বরাবরই টেক্কা দেয় জি বাংলা। এদিকে জি বাংলার দিদি নং ১ গত কয়েক সপ্তাহ ধরে টিআরপি তালিকায় প্রথম স্থান দখল করে রেখেছিল। তবে এই সপ্তাহে বদল ঘটল টিআরপি তালিকায়। চলতি সপ্তাহের রিপোর্ট অনুযায়ী দিদি নং ১-কে পিছনে ফেলে সেরার সেরা স্থান দখল করল ডান্স বাংলা ডান্স। ৪.৮ পয়েন্ট নিয়ে এই সপ্তাহে নন-ফিকশন বিভাগে এক নম্বর শুভশ্রী-শ্রাবন্তী-মৌনিদের নাচের এই রিয়ালিটি শো। এই শো-তে দেখা যায় মিঠুন চক্রবর্তীকে। শো সঞ্চালনার দায়িত্বে আছেন অভিনেতা অঙ্কুশ।
এই সপ্তাহে টিআরপি তালিকায় দ্বিতীয় স্থানে জায়গা পেল দিদি নং ১। এবার সেরার মুকুট হাতছাড়া হল এই শোয়ের। উল্লেখ্য, উইকএন্ডে রিয়ালিটি শো বন্ধ রেখে আপতত সপ্তাহে সাত দিনই ৯.৩০ থেকে রাত ১১টার স্লটে সম্প্রচারিত হবে জলসার ধারাবাহিকগুলি। জি বাংলার সাথে নন ফিকশনে টক্কর দিতে না পেরে এই পথ বেছে নিয়েছে স্টার জলসা।
একনজরে এই সপ্তাহের টিআরপি তালিকা:
প্রথম: ডান্স বাংলা ডান্স (৪.৮)
দ্বিতীয়: দিদি নং ১ (৪.১)
তৃতীয়: সুপার সিঙ্গার ৪ (৩.৮)