চেন্নাই: মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) প্রতি কৃতজ্ঞ উদীয়মান শ্রীলঙ্কান পেসার মাথিশা পাথিরানা (Matheesha Pathirana)। ধোনিকে তাঁর ক্রিকেট কেরিয়ারের ‘পিতা’ হিসেবে সম্মান দিলেন তিনি। ২০২২ সাল থেকে চেন্নাই সুপার কিংস (CSK) পরিবারের সদস্য পাথিরানা। তাঁকে প্রথম থেকেই আগলে রেখেছেন ধোনি। ভারতীয় কিংবদন্তির প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানাতে কার্পণ্য করলেন না মালিঙ্গার দেশের পেসার।
সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত সাম্প্রতিক এক ভিডিওতে পাথিরানা বললেন, “আমার বাবার পরে, ক্রিকেট জীবনে প্রধানত তিনিই (ধোনি) আমার বাবার ভূমিকা পালন করেন। কারণ তিনি সবসময় আমার খেয়াল রাখছেন, পরামর্শ দিচ্ছেন, কী করতে হবে বলছেন। বাড়িতে থাকলে বাবা ঠিক এটাই করেন। তিনি খুব সামান্য কিছু বলেন কিন্তু তা-ই বড় পার্থক্য গড়ে দেয়। এই ছোট ছোট বিষয় থেকেই আমি আত্মবিশ্বাস পাই।”
আরও পড়ুন: মোহনবাগানকে ফাইনালের জন্য শুভেচ্ছা জানালেন সনি নর্ডি
গত মরসুমে সিএসকে-র চ্যাম্পিয়ন হওয়ায় অবদান ছিল পাথিরানার। ১২ ম্যাচ খেলে ১৯ উইকেট নিয়েছিলেন। তিনি জানিয়েছেন, ধোনি তাঁকে বারবার শরীরের দেখভাল করার কথা বলেন। পাথিরানা বলেন, “মাঠের বাইরে আমরা বেশি কথা বলি না। কিন্তু আমার যদি তাঁকে কিছু প্রশ্ন করার থাকে, আমি অবশ্যই করি। তিনি প্রত্যেকবারই বলেন, খেলাটা উপভোগ করো আর শরীরের খেয়াল রাখো। মাহি ভাই, যদি আর এক মরসুম খেলতে পারেন, প্লিজ আমাদের সঙ্গে খেলুন।”
দেখুন অন্য খবর: