সম্প্রতি নেটফ্লিক্সে (Netflix) মুক্তি পেয়েছে ‘স্কুপ’ (Scoope)। আন্ডার ওয়ার্ল্ডের (Under World) নানা ঘটনা দিয়ে সাজানো এই সিরিজের (Serise) প্লট। সেই গল্পের ভাঁজেই উঠে এসেছে গ্যাংস্টার ছোটা রাজনের (Chhota Rajan) প্রসঙ্গ। ব্যস তাতেই বিপাকে পড়েছেন সিরিজ নির্মাতারা (Serise Makers)। এই সিরিজ নিয়ে জেলবন্দি ছোটা রাজন বম্বে উচ্চ আদালতে একটি মানহানির মামলা দায়ের করেন। তাঁর দাবি, ওই সিরিজের বিষয়বস্তু সম্পূর্ণ বিভ্রান্তিকর। শুধু তাই নয় এই সিরিজে তাঁর নাম টেনে এনে উত্তেজনা তৈরির চেষ্টা করা হচ্ছে। তাঁর ব্যক্তিত্বের অধিকারকে খর্ব করা হচ্ছে। সেই মর্মে আদালতে একটি আবেদনও জমা করেছেন তিনি।
বম্বে আদালতে ছোট রাজন বলেন, ‘ভুয়ো ভিত্তিহীন গল্পের সঙ্গে আমার নাম জড়িয়ে আমার ভাবমূর্তি নষ্ট করতে চাইছে।’ তবে এর জন্য রাজন একলক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ চেয়েছেন। এছাড়া সিনেমা থেকে যা আয় হবে তা সামাজিক কাজে খরচা করতে হবে বলে জানিয়েছেন রাজন। ‘স্কুপ’-এ অভিনয় করেছেন হরমন বাওয়েজা, করিশ্মা টান্না, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-সহ একাধিক জনপ্রিয় অভিনেতা।
আরও পড়ুন: Coromandel Express | করমণ্ডল এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা , জখম শতাধিক
২০১১ সালের সাংবাদিক জ্যোতির্ময় দে হত্যাকাণ্ড নিয়ে তৈরি হয়েছে এই সিরিজ। রাজন -সহ সেই মামলায় আরও ১১ জনকে অভিযুক্ত করা হয়। নাম জড়ায় সাংবাদিক জিগ্না ভোরারও। রাজন-সহ আটজনকে দোষী সাব্যস্ত করা হয়। তবে পরে জিগ্না মুক্তি পেয়ে যান।