মুম্বই: কড়া পদক্ষেপ নিতে চলেছে বিসিসিআই। যেসব ক্রিকেটারেরা ফিট রয়েছেন অথবা যাঁরা চোটের জন্য রিহ্যাবে নেই, তাঁদের কাছে রঞ্জি ট্রফি খেলেটা বাধ্যতামূলক হতে চলেছে। সম্প্রতি ঈশান কিষণের বেপরোয়া মনোভাব ভালো চোখে নেননি বিসিসিআই কর্তারা।
উল্লেখ্য, ঈশান কিষণ ঝাড়খণ্ডের হয়ে রঞ্জি ট্রফি না খেলে বরোদায় অনুশীলন শুরু করেছেন। তিনি অনুশীলন করছেন পাণ্ডিয়া ব্রাদার্সের সঙ্গে। ঈশানের লক্ষ্য একেবারে পরিষ্কার। আইপিএলে ভালো পারফর্ম করে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে নিজের নাম লেখানো।
তবে শুধু আইপিএল নয়। যত বড় ক্রিকেটারই হোক না কেন তাঁকে রঞ্জি ট্রফি খেলতেই হবে। সূত্রের খবর, এমনই নোটিফিকেশন বিসিসিআই-এর তরফ থেকে আসতে চলেছে। ঈশানের মতো বাকি ক্রিকেটারদের কাছেও এটা স্পষ্ট নির্দেশ ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে।
উল্লেখ্য, কিছুদিন আগে রাহুল দ্রাবিড় বলেছিলেন, প্রতিদ্বন্দ্বীতামূলক ক্রিকেট খেলে ফিরে আসতে হবে ঈশান কিষণকে। দক্ষিণ আফ্রিকা সফরের সময় ব্যক্তিগত কারণে ছুটি নিয়েছিলেন ঈশান।
অন্য খবর দেখতে ক্লিক করুন: