রাঁচি: স্বপ্নের অভিষেক হল বাংলার পেসার আকাশ দীপের (Akash Deep)। মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) পাড়ায় প্রথম স্পেলেই তিন উইকেট তুলে নিলেন তিনি। বেন ডাকেট, অলি পোপ এবং জাক ক্রলিকে (Zak Crawley) প্যাভিলিয়নে ফেরত পাঠালেন আকাশ। শুক্রবার শুরু থেকেই ভয়ঙ্কর দেখাচ্ছিল তাঁকে। ঘণ্টায় ১৪০ কিমির কাছাকাছি গতিবেগে বল করছিলেন, সেই সঙ্গে সিমে পড়ে দু’দিকেই মুভ করছিল। ক্রলি বারবার সমস্যায় পড়ছিলেন।
আরও পড়ুন: রোহিতদের চোখে সিরিজ জয়ের স্বপ্ন যেখানে রিস্টার্ট মোডে ইংল্যান্ড!
আকাশের বল পিচে পড়ে ঢুকল, ক্রলির স্টাম্পকে বার চারেক আছাড় দেওয়াল। ডানহাতি পেসার যখন টেস্ট কেরিয়ারের প্রথম উইকেটের সেলিব্রেশন করছেন, স্টেডিয়ামে বেজে উঠল নো বলের সাইরেন। জীবন ফিরে পান ক্রলি। আকাশের জন্য খারাপই লাগছিল। কিন্তু হতাশায় বেশিক্ষণ থাকতে হয়নি তাঁকে। একই ওভারে ডাকেট এবং পোপকে তুলে নেন তিনি। তার কিছুক্ষণ পরে ক্রলিকে বোল্ড।
WWW ? Akash Deep!
Follow the match ▶️ https://t.co/FUbQ3Mhpq9#TeamIndia | #INDvENG | @IDFCFIRSTBank pic.twitter.com/YANSwuNsG0
— BCCI (@BCCI) February 23, 2024
আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব-৮)
৫৭ রানে তিন উইকেট পড়ার পর জো রুট (Joe Root) এবং জনি বেয়ারস্টো (Jonny Bairstow) ইনিংস সামলাচ্ছিলেন। সোজা ব্যাটে ভালো ফর্মে খেলতে খেলতে অশ্বিনকে সুইপ করতে গেলেন বেয়ারস্টো। ওই শটের কোনও প্রয়োজনই ছিল না। বল লাগল প্যাডে, আম্পায়ার প্রথমে আউট দেননি, রিভিউ নিয়ে দেখা যায় পরিষ্কার এলবিডব্লু তিনি। বেন স্টোকস (Ben Stokes) তিন রান করে প্যাভিলিয়নে। ১১৬ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছে ইংল্যান্ড।
দেখুন অন্য খবর: