বন্ধুত্ব মানেই এক আলাদা আবেগ। বছরের পর বছর পেড়িয়ে গেলেও বন্ধুত্বের ইমোশন হারায় না। পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হয়ে গেলে সেই একই ভাললাগা ঘিরে ধরে। ব্যস্ত জীবনের পাকে বন্ধুদের সঙ্গে দেখা হওয়া খুব একটা সহজ কথা নয়।
তবু যদি প্রায় বছর কুড়ি পর দেখা হয়ে যায় স্কুল জীবনের বন্ধুদের সঙ্গে তা হলে ঠিক যেমনটা হবে ঠিক তেমনটাই ধরা রয়েছে বাংলা ছবি ‘আবার বছর কুড়ি পরে’-র ফ্রেমে ফ্রেমে। মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। ছবির পরিচালক শ্রীমন্ত সেনগুপ্ত।
আবীর চট্টোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, তনুশ্রী চক্রবর্তী মতো চেনা মুখদের সঙ্গে ছবিতে রয়েছেন টলিপাড়ার নতুন মুখরাও। কুড়ি বছরের পুরনো বন্ধুদের ইমোশনাল টানাপোড়েন, ভালবাসা, ফের তাঁদের মুখোমুখি হতে ভয়, আর মুখোমুখি হওয়ার পর বন্ধুতার টানে সেই পুরনো দিনের মতো করেই ভেসে যাওয়া, সবটাই ধরা রয়েছে শ্রীমন্ত সেনগুপ্তের গল্পে।
১৪ জানুয়ারি মুক্তি পাবে ‘আবার বছর কুড়ি পরে’।
রইল ‘আবার বছর কুড়ি পরে’-র ট্রেলার-