মুর্শিদাবাদ: গাড়ির মধ্যে আটকে দমবন্ধ হয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হল একই পরিবারের দুই শিশুর। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহর পাড়ার তালতলা পাড়া এলাকায়। মৃত দুই শিশুর নাম, ইসমাইল সেখ ও ইসরাইল সেখ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার পরিবারের তিন শিশু একটি পরিত্যক্ত গাড়িতে খেলা করতে ওঠে। শিশু গুলি যখন গাড়ির ভেতর খেলা করছিল তখন গাড়িটির দরজা খোলাই ছিল। কিন্তু ওই শিশুদের অজান্তেই আচমকা বন্ধ হয়ে যায় ওই গাড়িটির দরজা। তারপর বহু চেষ্টা করেও চার চাকা গাড়িটির দরজা খুলতে পারছিল না ওই শিশুরা। কিন্তু সময় যতই অতিবাহিত হতে থাকে ধীরে ধীরে শ্বাসকষ্ট হতে থাকে আটকে পড়া তিন শিশুর। এমন অবস্থায় দমবন্ধ হয়েই গাড়ির মধ্যে মারা যায় দুই শিশু।
আরও পড়ুন: বিয়ে করলেন প্রেমিকাকে ১০বছর লুকিয়ে রাখা যুবক
পরিত্যক্ত গাড়িটি
আরও পড়ুন: টানা বর্ষণের জেরে নদীর জল বেড়ে বিপত্তি, মৃত ২ মহিলা সহ ৩
তারপর স্থানীয় বাসিন্দাদের ঘটনাটি নজরে এলে কাচ ভেঙে উদ্ধার করা হয় আলিফ সেখ নামের বছর চার এর শিশুটিকে। দ্রুত আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয় বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। গোটা ঘটনার তদন্তে নেমেছে হরিহর পাড়া থানার পুলিশ। শিশু দুটির মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া পরিবারে।