কাঁথি: এবার এক তৃণমূল কর্মীকে গাছে বেঁধে গায়ে পেট্রল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুরের খেজুরির হেঁড়িয়া এলাকার ঘটনা। গুরুতর অবস্থায় ওই তৃণমূল কর্মীকে উদ্ধার করে ভর্তি করানো হয় কাঁথি হাসপাতালে। যদিও গেরুয়া শিবিরের দাবি, ভোটে জয়ের পর তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরে ঘটেছে এই ঘটনা।
২০২৩ ত্রিস্তরীয় নির্বাচনে শুভেন্দুর গড়ে ভালো ফলাফল করেছে তৃণমূল। সেখানে বিজেপির চেয়ে সেখানে অনেকটাই এগিয়ে শাসকদল। এই পরিস্থিতিতে খেজুরির ঘটনা ঘিরে শুরু হয়েছে তুমুল উত্তেজনা। আক্রান্ত ওই তৃণমূল কর্মীর নাম নরেন্দ্রনাথ মাজি। খেজুরি-১ ব্লকের উত্তর কলমদান গ্রামের দক্ষিণপল্লির বাসিন্দা তিনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁর পরিবারের সদস্যদের অভিযোগ, জোর করে তাঁদের জায়গা দখল করে নিচ্ছেন স্থানীয় কয়েক জন। সেই বিষয়টিই নরেন্দ্রনাথ এবং তাঁর বাবা থানায় অভিযোগ জানাতে যাচ্ছিলেন। সেই সময় রাস্তায় নরেন্দ্রনাথকে ঘিরে ধরে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। আরও অভিযোগ, এর পর তাঁকে গাছে বেঁধে গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
আরও পড়ুন: Calcutta High Court | বিচার ব্যবস্থা নিয়ে মন্তব্য, অভিষেকের বিরুদ্ধে মামলা কলকাতা হাইকোর্টে
এরপর ওই আধপোড়া অবস্থাতেই তাঁকে উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে। সেখানে শুয়েই তিনি অভিযোগ করেন, ৩০ থেকে ৪০ জন তাঁর উপর চড়াও হয়। সেখানে শুয়েই কাতর স্বরে তিনি বলেন বিজেপি কর্মীরা এমনটাই করেছে। পাল্টা বিজেপির দাবি, পঞ্চায়েতের দখল রাখা নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে। এ নিয়ে প্রাথমিক ভাবে অভিযোগ জানানো হয় খেজুরি থানায়। পরে তৃণমূলের তরফে হেঁড়িয়া পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়।