বহরমপুর: বিচারাধীন বন্দির অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য। পুলিশ জানিয়েছে, মৃতের নাম জামাল শেখ (৩০)। জামালের মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়েন তার পরিবারের লোকেরা। পরিবারের অভিযোগ, চিকিৎসার গাফিলতির জন্যই জামালের মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, রবিবার বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারে হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে পড়ে জামাল। তখন তাকে সংশোধনাগার থেকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেই খবর তাঁর পরিবারকে জানানো হয়নি বলে অভিযোগ। পরে জামালের অসুস্থতার খবর পেয়ে পরিবারের লোকজন হাসপাতালে আসেন। সেখানেও হাসপাতালে ঢোকা নিয়ে অশান্তি ঘটে জামালের স্ত্রী চম্পা খাতুনকে স্বামীর সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। এমনটাই অভিযোগ।
মঙ্গলবার সকালে হাসপাতালে মৃত্যু হয় জামালের। সেই সংবাদ পেয়েই হাসপাতালে ক্ষোভে ফেটে পড়েন পরিবারের লোকজন। তাঁদের অভিযোগ, চিকিৎসার গাফিলতির কারণেই জামালের মৃত্যু হয়েছে। এই ঘটনায় বিকেল পর্যন্ত পুলিশ বা জেল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
আরও পড়ুন: Uttarakhand | Landslides | বিপর্যস্ত উত্তরাখণ্ড, ধসের জেরে বন্ধ বদ্রীনাথ জাতীয় সড়ক
সূত্রের খবর,মাদক মামলায় গত ছয় মাস আগে রানীনগর থানার ধনিরামপুর গ্রামের ট্রাক্টর মালিক জামাল শেখকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাকে জেল হেফাজতে পাঠানো হয়। গত রবিবার জামাল শেখ বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ বেলা সাড়ে বারোটা নাগাদ জামাল শেখের মৃত্যু হয়।