কলকাতা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

শিলিগুড়িতে বাম শিবিরে ভাঙন, দল ছাড়লেন প্রাক্তন দুই কাউন্সিলর
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By: অর্পিতা দে
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১, ০৫:০৭:৩৭ পিএম
  • / ২৮৯ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: অর্পিতা দে

শিলিগুড়ি : শিলিগুড়ি পুরনিগমের নির্বাচনের আগেই বামেদের ঘরে ভাঙন। মঙ্গলবার শিলিগুড়ির পৌরনিগমের প্রাক্তন দুই কাউন্সিলর দলত্যাগ করে যোগ দিল তৃণমূলে। একই সাথে বিজেপি সহ অন্যান্য দল থেকে আরও বেশ কয়েকজন এদিন যোগ দেয় তৃণমূলে।

একুশের বিধানসভা নির্বাচনে ফলাফলে রাজ্যে তৃণমূল ক্ষমতা দখল করলেও দার্জিলিং জেলা ধরাশায়ী ছিল শাসক দলের কাছে। তবে, নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই ঘর ভাঙছে বিরোধীদের। বাদ নেই বামেরাও। একে একে সব দল ছেড়ে তৃণমূলে আসার হিড়িক পড়েছে।

 সম্প্রতি কিছুদিন আগেও বামেদের প্রাক্তন মেয়র পরিষদ এবং কাউন্সিলার বেশ কয়েকজন তৃণমূলে যোগ দিয়েছিল। এবার আবারও শিলিগুড়িতে বাম শিবিরে বড় ধাক্কা । মঙ্গলবার শিলিগুড়ি পৌরনিগমের বিগত বোর্ডের দুই বাম কাউন্সিলর দল ত্যাগ করে যোগ দিলেন তৃণমূলে। এই দুই কাউন্সিলর হল ২৮ নং ওয়ার্ডের কাউন্সিলর শর্মিলা দাস এবং ৩২ নং ওয়ার্ডের প্রাক্তন বাম কাউন্সিলর তাপস চ্যাটার্জি।

আরও পড়ুন – ভারতের সরকারি কর্মচারীদের ঘুষ দেওয়ার অভিযোগ অ্যামাজনের বিরুদ্ধে

এদিন শুধু এই দুই কাউন্সিলারই নয় বিজেপি থেকেও বেশ কয়েকজন তৃণমূলে যোগদান করেন। যোগদানকারীদের হাতে এদিন দলীয় পতাকা তুলে দিলেন তৃণমূলের জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব জেলা তৃণমূলের চেয়ারম্যান অলক চক্রবর্তী সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা।

এদিন সংবাদমাধ্যমকে গৌতম দেব বলেন, ‘অনেকেই দলে আসার জন্য যোগাযোগ করেছেন। তাঁদের একটি তালিকা আমরা রাজ্য নেতৃত্বের কাছে পাঠাচ্ছি। সেখান থেকে যখন নির্দেশ আসবে সেই মত দলে যোগদান করানো হবে।’ অন্যদিকে তৃণমূলের জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে আমাদের দলে অনেকেই যোগ দিতে চাইছে । তবে, দলে যোগ দিয়ে কেউ যদি দলকে ব্যবহার করতে চায় তবে কাউকে রেয়াত করা হবে না।’

আরও পড়ুন-‘গরুর দুধে সোনা রয়েছে’ বলেই বিশ্বাস করেন বিজেপির অধ্যাপক সভাপতি

অপরদিকে তৃণমূলে যোগ দিয়ে প্রাক্তন বাম কাউন্সিলার শর্মিলা দাস বলেন, ‘সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে যেভাবে তৃণমূল লড়াই করছে সেই লড়াইয়ে শামিল হতেই তৃণমূলে যোগদান।’ কাউন্সিলার তাপস চ্যাটার্জি বলেন, ‘মানুষ বামেদের প্রত্যাখ্যান করেছে। তাই ওই দলে থেকে আর লাভ নেই। আগামী দিনে দলের কর্মী হিসেবে মুখ্যমন্ত্রী দেখানো পথেই এগিয়ে যাব।’

যদিও এই প্রসঙ্গে সিপিএমের জেলা সম্পাদক জীবেশ সরকার বলেন, ‘যারা গিয়েছে তাঁরা যাওয়াতে দলের কোনও ক্ষতি হবে না। আমরা ওদের দল থেকে ইতিমধ্যেই বহিষ্কার করেছি। শিলিগুড়ি পুরনিগম নির্বাচনে আমাদেরই জয় নিশ্চিত।’

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২ ১৩
১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০
২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬২৭
২৮ ২৯ ৩০  
আর্কাইভ

এই মুহূর্তে

নাম না করে বিজেপির দেবাশিসকে খোঁচা তৃণমূলের শতাব্দীর
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
আজ থেকে আরও বাড়বে শহরের তাপমাত্রা, দক্ষিণবঙ্গে লাল সতর্কতা জারি
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
শনিবার ভাগ্য খুলবে ৫ রাশির জাতকের
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
পশ্চিমবঙ্গে এনএসজি কমান্ডো ও রোবট দিয়ে সার্চ করা উচিৎ’ সন্দেশখালি নিয়ে সরব মিঠুন থেকে সুকান্ত
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
সন্দেশখালিতে দিনভর তল্লাশি, গুলি-বন্দুক, উদ্ধার শাহজাহানের নথিপত্র
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
দ্বিতীয় দফায় কোন কোন হেভিওয়েটদের ‘ভাগ্য পরীক্ষা’ ?
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
২৬১ রান করেও লজ্জার হার কলকাতার
শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
পাপারাজ্জিদের উপর রেগে লাল জুনিয়ার এনটিআর, কিন্তু কেন?
শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
বাংলার তিন কেন্দ্রে বিকেল ৫টা পর্যন্ত ভোটের হার ৭০ শতাংশ
শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
মুখ্যমন্ত্রীর চেয়ার আঁকড়ে থাকার অধিকার নেই, মন্তব্য শুভেন্দুর
শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
৬ বছরে গুগলে ১০০ কোটি টাকার বিজ্ঞাপন বিজেপির
শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
গরমে বাংলায় ভোটের নামে কমিশন অত্যাচার করছে, অভিযোগ মুখ্যমন্ত্রীর
শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
শাসক দলের ভয়ে বুথ ছেড়ে পালিয়েছে কেন্দ্রীয় বাহিনী!
শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
সন্দেশখালিতে বিস্ফোরকের সন্ধানে রোবট দিয়ে তল্লাশি এনএসজির
শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.   Privacy Policy
Developed By KolkataTV Team