জলপাইগুড়ি: এক পাশে লাটাগুড়ির (Lataguri) বনাঞ্চল, অন্যপাশে নেওরা নদী প্রত্যন্ত এলাকা। বন্যপ্রাণীদের সঙ্গে সহাবস্থানে থাকতে হয় স্থানীয় বাসিন্দাদের। এলাকায় প্রায় ২০ থেকে ২৫টি আদিবাসী জনজাতির পরিবারের বসবাস। প্রত্যন্ত এই এলাকার বাসিন্দারা পানীয় জলের সমস্যায় ভুগছেন দীর্ঘদিন ধরে। মেটেলি ব্লকের মাটিয়ালী বাতাবারি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত এলাকা ছাওয়াফেলি নতুন বস্তি।
এই এলাকায় রয়েছে একটি মাত্র কুয়ো। বর্তমানে ওই কুয়োর জলই পান করতে হচ্ছে স্থানীয়দের। এই মরসুমে কুয়োর জলও অনেকটা নিচে নেমে গিয়েছে। বাধ্য হয়েই কুয়োর ওই নোংরা জলই পান করতে হচ্ছে এলাকাবাসীদের। এলাকার মানুষ বিশুদ্ধ পানীয় জল প্রদানের দাবিতে সরব হয়েছেন সোমবার।
আরও পড়ুন: Dhakuria | মদের দোকানে পিটিয়ে খুন, ধৃত ৪
এলাকার বাসিন্দারা জানান, ভোট আসে ভোট যায়, কিন্তু এলাকার পানীয় জলের সমস্যার সমাধান হয় না। বাধ্য হয়ে কুয়োর নোংরা জল খেয়ে দিন কাটাতে হয়। এর ফলে জলবাহিত রোগের সমস্যা লেগেই থাকে। একটি কুয়ো থেকেই ২০ থেকে ২টি পরিবারকে জল নিতে হয়। এলাকায় বিশুদ্ধ জলের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন বাসিন্দারা।
সংশ্লিষ্ট বিভাগ সূত্রে জানা যায়, ওই এলাকায় পিএইচ ইর তরফে পানীয় জল প্রকল্পের পরিকল্পনা নেওয়া আছে।