বসিরহাট: গৃহবধুকে অপহরণ করে ভিন রাজ্য পাচারের চেষ্টা। পুলিশের (Police) জালে দুই অপহরণকারী। উত্তর ২৪ পরগনার বসিরহাট (Basirhat) মহকুমার হিঙ্গলগঞ্জ থানার ঘোষপাড়া এলাকার ঘটনা।
জানা গিয়েছে, এক সপ্তাহ আগে বছর ২৭-এর এক গৃহবধু হঠাৎই নিখোঁজ হয়ে যান। তারপর থেকে তাঁর আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। গৃহবধুর স্বামী কার্তিক ঘোষ শ্বশুরবাড়ি এবং নিকট আত্মীয়স্বজনের কাছে খোঁজখবর নিলেও কোনও খোঁজ পাওয়া যায়নি। শেষে গৃহবধুর ফোন নম্বর, হোয়াটসঅ্যাপ, ফেসবুক আইডি, ছবিসহ পুলিশের কাছে গিয়ে লিখিত অভিযোগ করেন স্বামী। তাঁর স্ত্রীকে পরিকল্পনা করে অপহরণ করে ভিন রাজ্যে পাচারের চেষ্টা করছিল বলে হিঙ্গলগঞ্জ থানায় অভিযোগ করেন ওই ব্যক্তি।
অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। চলতি মাসের ২৭ তারিখ তাঁর মোবাইল ফোন ট্র্যাক করে জানতে পারা যায়, পশ্চিম মেদিনীপুরের খড়গপুর লোকাল থানা এলাকায় ওই গৃহবধুকে লুকিয়ে রাখা হয়েছে। তারপর খড়গপুর থানার সঙ্গে যোগাযোগ শুরু করেন হিঙ্গলগঞ্জ থানার পুলিশ আধিকারিক। অনিল সাউ নেতৃত্বে একদল পুলিশ গিয়ে খড়গপুরের একটি বাড়ি থেকে ওই গৃহবধুকে উদ্ধার করে। সঙ্গে দুই অপহরণকারী সুমন হোর এবং সরস্বতী হোরকে গ্রেফতার করে।
আরও পড়ুন:কর্মসূত্রে আমেদাবাদে গিয়ে নিখোঁজ যুবক
পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বাড়ি হুগলি জেলার শ্রীরামপুরে। গৃহবধু সহ দুই অপহরণকারীকে সোমবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান ওই গৃহবধুর সঙ্গে অপহরণকারীদের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ হয়েছিল। সেখান থেকেই বিভিন্ন প্রলোভনের শিকার হন ওই বধু। অভিযুক্তদের পুলিশি হেফাজতে নিয়ে তদন্ত শুরু হয়েছে।