কোচবিহার: কামতাপুর প্রগ্রেসিভ পার্টির (Kamtapur Progressive Party) ছাত্র সংগঠনের নেতাদের গ্রেফতারের প্রতিবাদে এবং কোচবিহারের (Cooch Behar) বিভিন্ন এলাকায় নারী নির্যাতনের প্রতিবাদে জেলাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) স্মারকলিপি জমা দিল কামতাপুর প্রগ্রেসিভ পার্টি। শুক্রবার কোচবিহার রাসমেলা মাঠ থেকে মিছিল করে জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখান কর্মীরা। এরপর পার্টির তরফে জেলাশাসকের কাছে স্মারকলিপি লিপি জমা দেন।
কামতাপুর প্রগ্রেসিভ পার্টির জেলা কমিটির সভাপতি কংসরাজ বর্মন বলেন- “৬ জেলায় কামতাপুরের মানুষদের উপর কলকাতা কেন্দ্রীক সরকারের দমন পীড়ন নীতি চলছে। আমাদের কর্মকর্তাদের অন্যায়ভাবে গ্রেফতার করা হচ্ছে। পাশাপাশি জেলায় যেভাবে নারী নির্যাতনের ঘটনা ঘটছে, তার প্রতিবাদেই আমরা বিক্ষোভ কর্মসূচি ও মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে স্মারকলিপি জমা দিলাম।”
আরও পড়ুন: জঙ্গিগোষ্ঠী আইএস প্রধানের মৃত্যু হয়েছে
জেলাশাসকের দফতরে যাতে বিক্ষোভকারীরা পৌঁছতে না পারেন, তার জন্য ব্যারিকেড করে দেয় দিয়েছিল পুলিশ। কামতাপুর প্রগ্রেসিভ পার্টির কর্মীদের সঙ্গে পুলিশের কথা কাটাকাটি শুরু হলে এলাকা উতপ্ত হয়ে ওঠে। সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। দু’পক্ষের মধ্যে বচসা বেধে যায়। জোর করে জেলাশাসকের দফতরে প্রবেশ করতে চান বিক্ষোভকারীরা। পরে দু-এক জনকে ভিতরে প্রবেশ করতে দিলে স্মারকলিপি জমা দেন তাঁরা।