পূর্ব বর্ধমান : রোগীর বদলে অ্যাম্বুলেন্সে করে যাত্রী নিয়ে যেতে গিয়েই ধরা পড়ল চালক। টাকার লোভে যাত্রী তুলল সরকারি ১০২ অ্যাম্বুলেন্সের চালক। বর্ধমান জিটি রোড কার্জন গেটের কাছে ১০২ অ্যাম্বুলেন্সে থাকা যাত্রী দেখে ট্রাফিক পুলিশ আধিকারিক ওই অ্যাম্বুলেন্সকে আটক করে।
আরও পড়ুন : রোগী আনতে গিয়ে হামলার শিকার অ্যাম্বুলেন্স চালক
১০২ নম্বর সরকারি অ্যাম্বুলেন্স করে কলকাতা মেডিক্যাল কলেজ থেকে এক রুগীকে বীরভূমের নলহাটি পাইক পাড়া ছেড়ে নিয়ে ফিরছিল। সেই সময় ১১জন যুবক বাস ধরার জন্য ওই এলাকায় দাঁড়িয়ে ছিল। সেই সময় ওই অ্যাম্বুলেন্স চালক তাঁদের জিজ্ঞাসা করে কোথায় যাবে ? ওই ১১জন যুবক বলে, ডানকুনি যাবে। সেই মোতাবেক ২৫০ টাকা ভাড়া ধার্য্য হয়। এই টাকার লোভে চালক অ্যাম্বুলেন্সে ওই ১১ জনকে নিয়ে নেয়। কিন্তু গন্তব্যস্থলে পৌঁছনোর আগেই বর্ধমানের কার্জন গেটে পুলিশের হাতে ধরা পড়ে তারা। সেখানে অ্যাম্বুলেন্সের চালক সহ ১২ জন যাত্রীকে আটক করে বর্ধমান পুলিশ।