মিনাখা: অবশেষে খোঁজ মিলল মিনাখায় (Minakhan) নিখোঁজ তৃণমূল কর্মীর (TMC Worker)। একুশে জুলাই (21 July) শহিদ দিবসের সভায় যোগ দিতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন তৃণমূল কর্মী আবু তালেব। বাড়ির মানুষ ঘরে না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন পরিবারের লোকজন। এরপরই পুলিশের দ্বারস্থ হন পরিবার। দীর্ঘ চেষ্টার পর অবশেষে খোঁজ পাওয়া গেল ওই তৃণমূল কর্মীর। কয়েকদিন নিখোঁজ থাকার পর আবু তালেব মোল্লার খোঁজ মেলায় খুশি পরিবারের সদস্য ও গ্রামবাসীরা।
উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমার মিনাখা ব্লকের নলফা পশ্চিম জয়গ্রাম গ্রামের বাসিন্দা আবু তালেব মোল্লা। ২১ জুলাই উপলক্ষে দলীয় কর্মীদের সঙ্গে ধর্মতলায় গিয়েছিলেন। কিন্তু সভা সেরে বাকি সবাই ফিরে গেলেও, বাড়ি ফেরেননি আবু তালেব মোল্লা। তা নিয়ে চিন্তিত ছিল পরিবারের সদস্য সহ গ্রামবাসীরা। বিষয়টি নিয়ে মিনাখাঁ থানার দ্বারস্থ হয় নিখোঁজের পরিবার। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে পার্ক সার্কাস থানার পুলিশ।
আরও পড়ুন:Abhishek Banerjee | বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচি নিয়ে হাইকোর্টে মামলা
পুলিশ জানিয়েছে, কলকাতা মেডিক্যাল কলেজের বাইরে একটি জায়গায় ওই নিখোঁজ তৃণমূল কর্মী আবু তালেবকে বসে থাকতে দেখা যায়। সঙ্গে সঙ্গে তাঁর পরিবারের লোককে খবর দেওয়া হয়। আবু তালেবের আত্মীয়, গ্রামবাসী এবং পুলিশের সহযোগিতায় তাঁর নাম, পরিচয় এবং ছবি চিহ্নিত করে তাঁকে উদ্ধার করা হয়। স্থানীয় দলীয় কর্মীরা ওই তৃণমূল কর্মীকে উদ্ধার করে সোমবার সকালে বাড়িতে নিয়ে আসে।