হরিহরপাড়া: পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election) মিটেছে বেশ কয়েকদিন হল। ফল প্রকাশও হয়ে গিয়েছে। তবে এখনও বোমা উদ্ধারের (Bomb Recovered) ঘটনা অব্যাহত মুর্শিদাবাদে (Murshidabad)। এবার হরিহরপাড়ায় রাস্তার ধার থেকে দুই ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার হয়েছে ৷ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে হরিহরপাড়া থানার রুকুনপুর এলাকার ভবানীপুরে রাস্তার ধারে দুটি ঝোলা দেখতে পেয়ে সন্দেহ হয় এলাকাবাসীর। সঙ্গে অঙ্গে খবর দেওয়া হয় হরিহরপাড়া থানার পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেখে দুটি ব্যাগের মধ্যে বেশ কিছু বোমা রয়েছে। দুই ব্যাগে প্রায় ১৬ টি বোমা থাকতে পারে বলেই অনুমান পুলিশের।
আরও পড়ুন:Bogtui Incident | ফের অগ্নিকাণ্ড বগটুই গ্রামে
যদিও এই বোমা উদ্ধারের ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। ঘটনার পরেই ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। তবে কে বা কারা, কী উদ্দেশ্য নিয়ে এই বোমা মজুত করে রেখে গিয়েছে তার তদন্ত শুরু হয়েছে। ভোট পরবর্তী হিংসার বিষয়টিও উড়িয়ে দিচ্ছে না এলাকার মানুষ। ভোটের দিন ঘোষণার পর থেকে এ পর্যন্ত প্রায় সাড়ে আটশো ( ৮৫০) বোমা উদ্ধার হয়েছে মুর্শিদাবাদে।
পঞ্চায়েত নির্বাচন মিটলেও মুর্শিদাবাদের একের পর এক জায়গা থেকে বোমা উদ্ধারের ঘটনা ঘটেই চলেছে। ফের তাজা বোমা উদ্ধারের ঘটনায় প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে। জেলা জুড়ে বিভিন্ন জায়গায় বোমা মজুত রয়েছে অভিযোগ স্থানীয়দের। সাধারণ মানুষের অভিযোগের আঙুল উঠেছে পুলিশ প্রশাসনের দিকে। তাঁদের দাবি, পুলিশ করা পদক্ষেপ করলে দুষ্কৃতীরা বোমাগুলি মজুত করতে পারত না।