ছাতনা: বিজেপি বাঁকুড়া সাংগঠনিক জেলা কার্যালয়ে অবস্থান বিক্ষোভ বিজেপির নেতা-কর্মীদের। মণ্ডল সভাপতির পরিবর্তনকে ঘিরে এই অবস্থান বিক্ষোভের ঘটনায় প্রকাশ্যে এল বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। মঙ্গলবার সকালে বাঁকুড়ার নতুনগঞ্জে বিজেপি জেলা কার্য্যালয়ের সামনে বসেই অবস্থান বিক্ষোভ শুরু করেন ছাতনা ৩নং মণ্ডলের বিজেপির কার্যকর্তা ও বিজেপির জয়ী সদস্যরা। শতাধিক বিজেপির নেতা-কর্মীরা দলীয় কার্য্যালয়ের মধ্যে বসে অবস্থান বিক্ষোভ শুরু করে। শ্লোগান ওঠে ৩নং মণ্ডলকে সভাপতি দূর হটাও।
সম্প্রতি বাঁকুড়া সাংগঠনিক জেলা মণ্ডল সভাপতির বদল করেছে জেলা বিজেপি নেতৃত্ব। বিজেপি সুত্রে জানা গিয়েছে, ৯ জন মণ্ডল সভাপতির বদল করা হয় বাঁকুড়া সাংগঠনিক জেলায়। বদল করা হয় ছাতনা ৩নং মণ্ডল সভাপতিকেও। ছাতনা ৩নং মণ্ডল সভাপতি মমতা গরাইকে সরিয়ে ওই জায়গায় দায়িত্ব দেওয়া হয় পরমেশ্বর মণ্ডলকে। এরপরই ক্ষোভের আঁচ বাইরে বেরিয়ে আসে। পরমেশ্বর মণ্ডল অযোগ্য তাঁকে কিভাবে মন্ডল সভাপতির দায়িত্ব দেওয়া হল সেই প্রশ্ন তুলে বিজেপি জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন বিজেপির শতাধিক নেতা-কর্মী।
আরও পড়ুন: ফের বীরভূমে উদ্ধার তাজা বোমা, ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়
পরমেশ্বরকে যতক্ষণ না ওই পদ থেকে সরানো হচ্ছে ততক্ষণ অবস্থান বিক্ষোভ চলবে দাবি বিজেপির বিক্ষোভকারীদের। সোমবার বিজেপির নতুন মণ্ডল সভাপতিকে নিয়ে পোস্টার পড়ে এলকায়। এই ঘটনায় অস্বস্তিতে পড়েছে জেলা বিজেপি নেতৃত্ব। সেই রেশ কাটতে না কাটতেই এবার সরসরি ছাতনা ৩নং মণ্ডল সভাপতিকে পদ থেকে সরানোর দাবি তুললেন বিজেপি কর্মীরা। এই ঘটনায় ফের প্রকাশ্যে এল বিজেপির দলীয় কোন্দল তা বলাই চলে।