জয়পুর: ভোটে জেতার মাসখানেকের মধ্যেই দলবদল নির্দল ও বিজেপির (BJP) জয়ী পঞ্চায়েত সদস্যের। রবিবার তৃণমূলে (TMC) যোগ দিলেন ৪ বিরোধী সদস্য। তাঁদের হাতে তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সৌমেন বেলথড়িয়া। জয়পুর গ্রাম পঞ্চায়েত দখল করল তৃণমূল।
পঞ্চায়েত নির্বাচনের ফলাফল পর দেখা যায় জয়পুর গ্রাম পঞ্চায়েতের মোট আসন২০ টি। তার মধ্যে তৃণমূল ৮, বিজেপি ১০ ও কংগ্রেস সমর্থিত নির্দল ২ জন প্রার্থী জয়ী হন। ত্রিশঙ্কু হয় জয়পুর গ্রাম পঞ্চায়েত। রবিবার জয়ী প্রার্থীদের মধ্যে ২জন বিজেপির ও ২জন কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থী তৃণমূলে যোগদান করেন। এছাড়াও জয়পুর ব্লকের বিজেপির মন্ডল সহ-সভাপতি তৃণমূলে যোগদান করেন।
আরও পড়ুন:Ballot Box | ভোটের এতদিন পরে পুকুর থেকে ব্যালট বাক্স উদ্ধার হল
অন্যদিকে, মুর্শিদাবাদের শমসেরগঞ্জে তৃণমূলে যোগ দিলেন ৫ বিরোধী সদস্য। তৃণমূলে যোগদানকারীদের মধ্যে ছিলেন, কংগ্রেসের ৪ পঞ্চায়েত সদস্য এবং সিপিএমের এক সদস্য। শমসেরগঞ্জের তৃণমূল বিধায়ক আমিরুল ইসলামের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন ওই পাঁচ পঞ্চায়েত সদস্য। এর ফলে পঞ্চায়েত বোর্ড গঠনের আগে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করল শাসকদল।