বসিরহাট: হাসনাবাদে মাদ্রাসার প্রাক্তন প্রধান শিক্ষকের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ। প্রাক্তন প্রধান শিক্ষক নুরুল আমিনের বিরুদ্ধে ১ কোটি ৪৬ লক্ষ টাকা তছরূপের অভিযোগ উঠেছে। এদিকে সব অভিযোগ অস্বীকার করেছেন প্রাক্তন প্রধান শিক্ষক।
উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ ব্লকের বোলদেপোতা সিনিয়র মাদ্রাসার চতুর্থ শ্রেণীর কর্মীর বিরুদ্ধে কন্যাশ্রী দুর্নীতির অভিযোগ তুলেছিলেন মাদ্রাসার প্রাক্তন প্রধান শিক্ষক। কিন্তু সেই সময়কালে কন্যাশ্রী দায়িত্বে প্রাক্তন প্রধান শিক্ষকই ছিলেন। অভিযোগ নস্যাৎ করে প্রাক্তন প্রধান শিক্ষকের বিরুদ্ধেই কোটি টাকার অভিযোগ তুললেন বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।
আরও পড়ুন: Bankura | Dengue | ডেঙ্গি মোকাবিলায় বিশেষ ব্যবস্থা বাঁকুড়া মেডিক্যালে, খোলা হল বিশেষ ইউনিট
ঘটনাটি উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাসনাবাদের বোলদেপোতা সিনিয়র মাদ্রাসার ঘটনা। অভিযোগ, ২০১৪ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত দায়িত্বে থাকা প্রাক্তন প্রধান শিক্ষক নুরুল আমিন মাদ্রাসার বিভিন্ন খাতে ব্যয়ের রেজুলেশন বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রবিউল ইসলাম মন্ডলের হাতে তুলে দেননি। যার মূল অর্থের পরিমাণ প্রায় ১ কোটি ৭০ লক্ষ টাকা। মাদ্রাসা থেকে অন্য মাদ্রাসায় ট্রান্সফার নেওয়ার পর চেক জালিয়াতি, অভিযোগ মাদ্রাসার প্রাক্তন প্রধান শিক্ষক নুরুল আমিন অন্য এক মাদ্রাসায় ট্রান্সফার নেওয়ার পরেও ব্যাংকের চেকে পঞ্চাশ হাজার টাকা থেকে দেড় লক্ষ টাকায় টেম্পার্ড করে নেওয়ার অভিযোগ।