বসিরহাট: ফের ভুয়ো পুলিশের (Fake Police) খোঁজ মিলল। এবার ভুয়ো পুলিশ অফিসার (Fake Police Officer) পরিচয় দিয়ে প্রতারণা ও তোলাবাজির অভিযোগ গ্রেফতার (Arrest) করা হয়েছে তিন যুবককে। অভিযুক্তদের রবিবার বসিরহাট (Basirhat) মহকুমা আদালতে তোলা হয়েছে। এদিকে বিচারকের কাছে সাত দিনের পুলিশে হেফাজতের আবেদন জানিয়েছেন হাড়োয়া থানার পুলিশ।
উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাড়োয়া ও রাজারহাট রোডে গত কয়েক মাস ধরে তিন যুবক ভুয়ো পুলিশ অফিসার পরিচয় দিয়ে এলাকায় তোলাবাজি করছিল। দীর্ঘদিন ধরেই এই অভিযোগ আসছিল হাড়োয়া থানার পুলিশের কাছে। ওই তিন যুবকের নাম ও পরিচয় জানার চেষ্টা করছিল পুলিশ। গোপনসূত্রে খবর পেয়ে শনিবার রাতে রাজারহাটের একটি গোপন আশ্রয় থেকে এই তিন যুবককে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত তিন যুবকের মধ্যে বাবু দত্ত (৪৫), সুমন মিস্ত্রির(৩৫) বাড়ি উত্তর ২৪ পরগনার নিউ ব্যারাকপুর এলাকায়। আরেক অভিযুক্ত অমল কুমার তাঁতি (৩৫)-এর বাড়ি জগদ্দলে। এরা তিন জন বেশ কিছুদিন ধরে জেলার বিভিন্ন প্রান্তে পুলিশ পরিচয় দিয়ে তোলাবাজি করেছিল। এদের বিরুদ্ধে পুলিশে কাছে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে হাড়োয়া থানার পুলিশ ওসি বাপ্পা মিত্রের একটি পুলিশের দল গঠন করে চিহ্নিত করার চেষ্টা করে। অভিযুক্তদের মোবাইল ফোন ট্র্যাক করে জানা যায়, রাজারহাটের একটি গোপন ডেরায় আশ্রয় নিয়েছে এই তিন যুবক। হাড়োয়া ও রাজারহাট থানার পুলিশ যৌথভাবে তাদের গ্রেফতার করে। এই তিনজন যুবকের সঙ্গে বড়সড়ো প্রতারণা চক্র আছে কিনা সেটাও খতিয়ে দেখছে তদন্তকারীরা। এদের বিরুদ্ধে জেলার অন্যান্য থানা এলাকায় তোলাবাজির অভিযোগ আছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।