বাসন্তী: তৃণমূলের মঞ্চে বিজেপি ত্যাগী অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)৷ সোমবার দুপুরে বাসন্তীর মসজিদ বাটিতে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত ক্যানিং মহকুমার চার বিধায়কের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন শ্রাবন্তী। ওই মঞ্চে শ্রাবন্তীকে উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। তুলে দেওয়া হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিকৃতি মেমেন্টো। এরপরেই শ্রাবন্তী তৃণমূলে যোগ দিয়েছেন বলে দাবি করেন বাসন্তীর বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামল মণ্ডল।
বিজেপির সঙ্গে বেশিদিন ‘ঘর’ করতে পারেননি অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়৷ ১১ নভেম্বর সকালে টুইটে বিজেপির সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেন টলি সুন্দরী৷ জানিয়ে দেন, বিজেপির সঙ্গে সব সম্পর্ক তিনি ছিন্ন করছেন৷ অভিনেত্রী লেখেন, ‘বাংলার উন্নয়নের জন্য বিজেপিতে নতুন ভাবনা চিন্তা এবং আন্তরিকতার অভাব রয়েছে৷ তাই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি৷’
পদ্ম ছাড়ার পরেই শ্রাবন্তীর তৃণমূলে যোগ দেওয়ার বিষয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছিল। মাস ঘুরতে না ঘুরতেই তৃণমূলের মঞ্চে দেখা গেল অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। আর এই মঞ্চ থেকেই এদিন বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল বলেন, ‘শ্রাবন্তী তৃণমূলে ছিলেন তৃণমূলে আছেন।’ তবে, এই বিষয়ে নিজে কোনও মন্তব্য করেননি অভিনেত্রী। তৃণমূলের তরফেও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত জানানো হয়নি।
আরও পড়ুন- প্রার্থী তালিকায় নাম নেই, সিপিএম ছেড়ে তৃণমূলে বিলকিস বেগম
অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের তৃণমূলের অনুষ্ঠানে যোগ দেওয়ার এই ভিডিয়ো সামনে আসতেই তীব্র কটাক্ষ করলেন বিজেপি নেতা অনুপম হাজরা (Anupam Hazra)। ফেসবুকে তিনি ব্যাক্তিগত আক্রমণ করে লেখেন, ‘এনার তো স্বা** এবং পার্টি বদলাবার গতিবেগ প্রায় সমান দেখি!!!’ এরপর তিনি লেখেন, ‘যাস্ট দু’মাস আগে ঢাকঢোল পিটিয়ে বিজেপি’র হয়ে ভোট লড়ে গিয়ে আজ দেখি ঢাকঢোল পিটিয়ে বাসন্তিতে তৃণমূল কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচার করছেন।’
অনুপম হাজরার ফেসবুক পোস্ট