বীরভূম : স্কুলের ভেতরে এমন কী আছে, যার জন্য চোর বার বার আসে চুরি করতে। বীরভূমের অমিয় স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে এমন একটি স্কুল, যেখানে গত ২ বছরে পর পর ৫ বার চুরির ঘটনা ঘটেছে।
আরও পড়ুন : রেশনের চাল চুরির অভিযোগে আটক ১
বীরভূমের রামপুরহাটে অবস্থিত অমিয় স্মৃতি প্রাথমিক বিদ্যালয়। সেখানে গত ২ বছর ধরেই ঘটেছে বিভিন্ন চুরির ঘটনা। সম্প্রতি সেখানে ফের চুরির ঘটনা ঘটেছে। স্কুলের তালা ভেঙে মিড ডে মিলের বাসনপত্র সহ বেশ কিছু সামগ্রী চুরি গেছে। শুক্রবার বেলা সাড়ে ১০টা নাগাদ স্কুল খুলতে এসে চুরির বিষয়টি নজরে আসে ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের। তিনি বিষয়টি স্কুলের উর্দ্ধতন আধিকারীকদের জানান। খবর দেওয়া হয় পুলিশে। রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে চুরির তদন্ত শুরু করেছে। এই নিয়ে একই স্কুলে ৫ বার চুরির ঘটনা ঘটল। বারবার শহরের ব্যস্ততম এলাকার স্কুলে চুরির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন এলাকার বাসিন্দারা। এলাকায় নিয়মিত পুলিশি টহলদারি চালানো হয় বলে দাবি পুলিশের।