Placeholder canvas
কলকাতা রবিবার, ০৫ মে ২০২৪ |
K:T:V Clock

Placeholder canvas
IND vs ENG : পন্থ ( ১৪৩) , জাদেজা (৮৩) ভারতের প্রথমদিনের নায়ক
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By: দীপঙ্কর গুহ
  • প্রকাশের সময় : শনিবার, ২ জুলাই, ২০২২, ০৮:৪৩:৩৪ এম
  • / ৬৪৪ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: দীপঙ্কর গুহ

পন্থ আর জাদেজার ষষ্ঠ উইকেটে ২২২রানের জুটি ভারতকে শুরু হওয়া টেস্ট প্রথম দিনের শেষে ইংল্যান্ডের থেকে এগিয়ে রাখলো। অ্যাডভান্টেজ ইন্ডিয়া বলাই চলে। ভারতের স্কোর ৭ উইকেটে ৩৩৮ রান। টেস্ট ম্যাচে ওভার পিছু ৪.৬৩ রান! দিনের শেষে দলের এমন অবস্থার বড় কৃতিত্বের দাবিদার ঋষভ পন্থ। ১১১ বলে ১৪৬ রানের ইনিংসটি খেলেছেন , তা চিত্তাকর্ষক। আর ক্রিজে থাকা রবীন্দ্র জাদেজা (৮৩) সেঞ্চুরির দিকে এগুচ্ছেন।

https://twitter.com/AjithNagarjune/status/1543045108890619905?t=u2PYZHN_hQBiXPwZ2ajbgA&s=19

প্রথম দিনের খেলায় বৃষ্টি বাদ সাধলেও, পন্থ একদিকে যখন নিজের মেজাজে ব্যাট করে পঞ্চাশের গন্ডি টপকেছেন, তখন সেই ওভারেই জাদেজাও হাফ সেঞ্চুরি সেরে নিয়েছিলেন। জাদেজা তাঁর তৃতীয় টেস্ট সেঞ্চুরি থেকে ১৭ রান দূরে। সেই সেঞ্চুরির দিকে ভারতীয় শিবির যেমন তাকিয়ে, তেমনি ৪০০ রানের গণ্ডি পেরিয়ে যাওয়ার দিকেও তাকিয়ে। সঙ্গে আছেন মহম্মদ শামি। এই জুটি শেষবার টেস্ট ( মোহালিতে, শ্রীলঙ্কার বিপক্ষে) এই বছরের শুরুতে ১০৩ রান তুলেছিল। দুজনের জুটিতে ১৩ টি ইনিংসে ২৬০ রান এসেছে। গড় ২৬.০।

পরিসংখ্যান বলছে, শামি যে দুটি টেস্ট হাফ সেঞ্চুরি করেছেন – দুটিই এই ইংল্যান্ডের বিপক্ষেই। আর ওই দেশের মাটিতে। শেষটি ২০২১ সালের সিরিজেই হয়েছিল। তাহলে কেন এবারও হবে না! আর তা হলে, ৪০০ রানের গণ্ডি ভারত টপকে যেতেই পারে।

https://twitter.com/ItsRanjith_93/status/1543048800842878977?t=JouNSWnsV4kKF13sem4VSw&s=19

শুরুর অস্বস্তি:

২০২২ সালের এই গ্রীষ্মে এটি ইংল্যান্ডের মাটিতে চতুর্থ টেস্ট। খুব মজার হল, আগের তিনটির মত একইভাবে শুরু হয়েছে এই টেস্টও। প্রতিটি টেষ্টে দেখা যাচ্ছে, তৃতীয় আর শেষ সেশন – দুটি ব্যাটসম্যানদের খুশী করে। আর শুরুর দুটি ঘণ্টা, ব্যাটসম্যানদের মাথাব্যথার কারণ হয়ে ওঠে।

এর আগে ইংল্যান্ড – নিউজিল্যান্ড টেস্ট সিরিজে প্রথম সেশন মোট ৩৬ টি উইকেট নিয়ে নিয়েছিল। সেইসব সেশনে রানের গড় ছিল: ২৬.২৫। আর বল প্রতি উইকেটের পরিসংখ্যান ছিল: ৪৬.৬। আর দ্বিতীয় আর তৃতীয় সেশনে উইকেট পিছু রানের গড় ছিল যথাক্রমে ৪১.৭ আর ৪৪.৬। একটি করে উইকেট গেছে যথাক্রমে ৬৮ বলে আর ৭৩.৩ বলে। ২০১৬ সাল থেকে দেখা যাচ্ছে,
এজবাস্টনে প্রতি উইকেট গেছে ২৮ রানে আর ৫৬.৯ বলের ব্যবধানে।

https://twitter.com/Manavoice_in_/status/1543043378924777473?t=9TRk51j6rL8RBHopA0zm_A&s=19

কোহলিদের ব্যর্থতা বহাল!

এই ম্যাচের প্রথম ইনিংসেও পারলেন না বিরাট কোহলি। পটসের বলে অস্বস্তিতে থাকা হানুমা বিহারী (২০) আউট হন প্রথম। তারপর এই পেসারের বলে দেরিতে ব্যাট তুলে বল ছাড়তে গেলে, তা ব্যাটের ভিতরের কানা ছুঁয়ে কোহলির (১১) উইকেট ভেঙে দেয়। ভারতের বাইরে শ্রেয়স আয়ার প্রথম খেলতে নেমেছেন। সফল বোলার পটসের বলে তিনটি বাউন্ডারি দিয়ে আক্রমণাত্মক মেজাজে শুরু করেন তিনি ( ১১বলে ১৫ রান)। কিন্তু অভিজ্ঞ অ্যান্ডারসন আয়ারের বুকের খাঁচা লক্ষ্য করে বল করতেই শ্রেয়সের দুর্বলতা ধরা পড়ে যায়। উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফেরেন।

https://twitter.com/tauheed_tweets/status/1543001394805821440?t=tpacIa9hP426L2LKGjbEMw&s=19

স্কোরবোর্ড যদি দেখায় ৯৮ রানে ৫ উইকেট – সেটা তো ঘোর চিন্তার। কিন্তু পন্থের দিন ছিল শুক্রবার। পাল্টা আক্রমন চালালেন। ১৪৬ রান করে ফিরেছিলেন ১১১বলে। সেই নিজস্ব স্টাইলে। যখন তখন আউট হতে পারতেন। কিন্তু সেঞ্চুরি করেই থেমেছেন। তাঁর ইনিংসে ছিল ২০টি বাউন্ডারী। অর্থাৎ ৮০ রান । আর ৪ টি ওভার বাউন্ডারী। মানে ২৪ রান তা দিয়ে। যোগফল বলছে, চার আর ছক্কায় মোট ১০৪ রান এনে দেয়।

বিদেশের মাটিতে এটি তাঁর চার নম্বর সেঞ্চুরি। আর সব মিলিয়ে পঞ্চম। আর ৮৯ বলে সেঞ্চুরি করে টেস্ট উইকেটকিপার হয়ে সকলের সেরা ইনিংসটি খেলে রাখলেন। দুটি সেঞ্চুরি ইংল্যান্ডে, একটি অস্ট্রেলিয়াতে আর একটি দক্ষিণ আফ্রিকার মাটিতে – এসব কীর্তি দিয়ে পন্থ এখন টেস্ট ভারতের সেরা ব্যাটার – উইকেটকিপার!

অন্য প্রান্তে জাদেজা সাপোর্ট দিলেন ( ১৬৩ বলে অপরাজিত ৮৩ রানে) পন্থকে। আর দুজনে ২৩৯ বলে ২২২ রান তুলে দলকে ম্যাচে ফিরিয়ে এনেছেন।

বৃষ্টি প্রথম দিনের ১৭ ওভার কেড়ে নিয়েছে। ভারতের এই রান ৭৩ ওভারে। দ্বিতীয় দিনের আবহাওয়া অফিস জানিয়েছে, প্রথমদিনের মতো মাঝে মধ্যে বৃষ্টি হবে দিনের প্রথম ভাগে। শেষ ভাগে রাখবে ঝকঝকে রোদ্দুর।

ছবি: সৌ টুইটার।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১
১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮
১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫
২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১  
আর্কাইভ

এই মুহূর্তে

নারিনের ব্যাটে ভর করে ২৩৫ করল KKR
রবিবার, ৫ মে, ২০২৪
কাল, সোমবার এসএসসি মামলার শুনানি সুপ্রিম কোর্টে
রবিবার, ৫ মে, ২০২৪
ফের নারিনের তাণ্ডব, বড় রানের পথে কলকাতা
রবিবার, ৫ মে, ২০২৪
স্কুলে বেত খেয়েছিলাম: প্রধান বিচারপতি
রবিবার, ৫ মে, ২০২৪
হোয়াইট হাউসের গেটে ধাক্কা গাড়ির
রবিবার, ৫ মে, ২০২৪
৯ নম্বরে ব্যাট করতে এলেন ধোনি, চলছে ট্রোলিং
রবিবার, ৫ মে, ২০২৪
এশীয় বংশোদ্ভূত সাদিক খান লন্ডনের মেয়র
রবিবার, ৫ মে, ২০২৪
লখনউয়ের বিরুদ্ধে কী হবে নাইটদের একাদশ?
রবিবার, ৫ মে, ২০২৪
শ্রেয়সের হৃদরোগের কারণ কোভিড ভ্য়াকসিন!
রবিবার, ৫ মে, ২০২৪
বাড়িতে পিঁপড়ের উপদ্রব! জেনে নিন কীভাবে রেহাই পাবেন
রবিবার, ৫ মে, ২০২৪
একমাত্র রোহিতকেই ভয় পেতেন অধিনায়ক গম্ভীর!  
রবিবার, ৫ মে, ২০২৪
রবিবার, ৫ মে, ২০২৪
জাতীয় মানবাধিকার কাউন্সিলের বিশেষ পদ পেলেন শ্রীলেখা
রবিবার, ৫ মে, ২০২৪
স্টেশন মাস্টার ঘুমিয়ে পড়ায় ট্রেন থমকাল ৩০ মিনিট
রবিবার, ৫ মে, ২০২৪
মালদহ-মুর্শিদাবাদে IC-OC-কে সরাল কমিশন
রবিবার, ৫ মে, ২০২৪
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.   Privacy Policy
Developed By KolkataTV Team