শুক্রবার শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ডের চলতি পাঁচ টেস্ট সিরিজের শেষ তথা পঞ্চম টেস্ট। ভারত সিরিজে ২-১ ম্যাচে এগিয়ে। এই সিরিজ বিরাট কোহলি বাহিনী আর হারছে না-এটা নিশ্চিত।
শেষ টেস্ট ড্র হলে, সিরিজ ভারতের। তা ভারত জিতলে সিরিজ জয় হবে ৩-১ ম্যাচে। আর ইংল্যান্ড জিতলে সিরিজ ২-২ ম্যাচে ড্র হবে। ভারতের সিরিজ জয় মানেই নবাব পাতৌদি ট্রফি কোহলিদের দখলে চলে যাবে। যা বিদেশের মাটিতে আরেকটি বড় সাফল্য।
আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের মেন্টর ধোনি
সিরিজে ভারতীয় দলের বোলাররা সফল। বল আর ব্যাট হাতেও। ব্যাটিং নিয়ে চিন্তা এখনও বহাল। ওল্ড ট্রাফোর্ড আবার জেমস অ্যান্ডারসনের হোম গ্রাউন্ড। সকলের চেয়ে ভালো চেনেন এই মাঠ, পরিবেশ আর ২২ গজকে।
তাই সকলের নজর এবার ম্যানচেস্টারে। আমরা কলকাতা টিভি পোর্টালের (kolkatatv.org) পাঠকদের জন্য আগাম কিছু খবর দিয়ে রাখছি। যা এই টেস্ট ম্যাচের ভাগ্য নির্ধারণ করতে পারে।
আবহাওয়া:
ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে কি বৃষ্টিতে ম্যাচে ভন্ডুল হতে পারে? ইংল্যান্ডের আবহাওয়া অফিস যা ইঙ্গিত দিচ্ছে, তাতে স্পষ্ট – অধিকাংশ দিন ওল্ড ট্র্যাফোর্ডের আকাশ মুখ ভার করে থাকতে পারে। বৃষ্টিতে মাঝে মধ্যে খেলা থমকে যেতে পারে। বৃষ্টি না হলেও অমন মেঘে ঢাকা আকাশ, কিন্তু ভারতের সামনে শক্ত চ্যালেঞ্জ দাঁড় করাতে পারে।
সকলের খেয়াল আছে, প্রথম টেস্টে বাঁচিয়ে দিয়েছিল ইংল্যান্ডকে। ম্যাচের শেষদিন ম্যাচটি জিতে নিতে ভারতের প্রয়োজন ছিল, মাত্র ১৫৭ রান। হাতে ছিল, ৯ উইকেট। সেদিন বৃষ্টি আর একটা বলও হতে দেয়নি। বাকি তিন টেস্টে কিন্তু সেভাবে, বৃষ্টি ম্যাচ নষ্ট করেনি।
তাপমাত্রা ১৮ ডিগ্রীর আশেপাশে থাকবে।
প্রথম দিন: আবহাওয়া অফিস জানিয়েছে, লাঞ্চের পর ৬০-৫০% সম্ভাবনা আছে বৃষ্টির।
দ্বিতীয় দিন: লাঞ্চের পর ১০% সম্ভাবনা বৃষ্টি নামার। তবে আগের রাতের বৃষ্টি ম্যাচ দেরীতে শুরু হতে পারে।
তৃতীয় দিন: সারাদিনে ১০% বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আকাশ ভর্তি মেঘ থাকবে।
চতুর্থ দিন: আগের দিনের মতো বৃষ্টির সম্ভাবনা ১০% থাকছে। সূর্যের মুখ দেখা যাবে না।
পঞ্চম দিন: টেস্ট ম্যাচের শেষ দিনে সূর্যের মুখ দেখা যাবে। আর বৃষ্টির সম্ভাবনা ১০%।
ওল্ড ট্র্যাফোর্ডের পিচ:
যে সব তোলা ছবি দেখা যাচ্ছে, তাতে ২২গজে সামান্য ঘাস আছে। উপর থেকে ধূসর উইকেট দেখেই কি ইংল্যান্ড দলে জ্যাক লিচকে এই টেস্ট দলে রাখলো? স্পিনারদের জন্য রসদ থাকবে?পিচ সম্পর্কে ওয়াকিবহাল মানুষজন বলছেন, মেঘলা আকাশ থাকলে ইংল্যান্ড পেসারদের কিছু বাড়তি সুবিধা মিলতে পারে। ভারতীয় পেসাররা চমৎকার টক্কর দিচ্ছে। তবে শেষ দুদিন নাকি স্পিনাররা পিচ থেকে সাহায্য পেতে পারেন। বছরের পর বছর ইংল্যান্ডে থাকা বাংলার প্রাক্তন ক্রিকেটাররা একমত, দুই দলই প্রথম ইনিংসে স্বস্তিতে ব্যাট করার সুযোগ পাবে।
??
Snapshots from #TeamIndia's training session at the Old Trafford Cricket Stadium ahead of the 5th and final Test.#ENGvIND pic.twitter.com/1W0PerjcTy
— BCCI (@BCCI) September 8, 2021
নজরে ম্যাচ রেজাল্ট:
ওল্ড ট্র্যাফোর্ডে ভারতীয় দল কখনও জেতেনি। মোট ৯ টি টেস্ট খেলা হয়েছে এই দুই দলের মধ্যে। ইংল্যান্ড জিতেছে ৪ টিতে আর ড্র ৫ টি।
সম্ভাব্য ভারতীয় দল:
ওপেনার-কে এল রাহুল। রোহিত শর্মা।
৩bনং-চেতেশ্বর পূজারা। ৪ নং-বিরাট কোহলি। ৫ নং- হানুমা বিহারী/সূর্যকুমার যাদব। ৬ নং-রবীন্দ্র জাদেজা। ৭ নং-ঋষভ পন্থ(উইকেটকিপার)। ৮ নং-শার্দুল ঠাকুর। ৯ নং-মহম্মদ সামি। ১০ নং-উমেশ যাদব। ১১ নং-মহম্মদ সিরাজ (স্পিন সহায়ক উইকেট দেখে খেলানো হতে পারে অশ্বিনকে।সেক্ষেত্রে অশ্বিন ব্যাট করতে আসবেন ৯ নম্বরে। পন্থের পর)।
OldTrafford, #Manchester will have rains this weekend. The 5th test will be important for #IndianCricketTeam as a win or draw for them, will mean a series victory in #England since 2007.#IndvsEng#emirates#OldTrafford pic.twitter.com/nZy5mTMAoG
— Sandeep Bhardwaj (@SBhardwaj2580) September 7, 2021
টিভিতে দেখবেন কোন চ্যানেলে:
সোনি স্পোর্টস নেটওয়ার্ক সরাসরি ম্যাচ দেখাবে। আর মোবাইল সোনি লিভ অ্যাপ দিয়ে লাইভ স্ট্রিমিং দেখা যাবে।
ধারাবিবরণী শুনুন:
অল ইন্ডিয়া রেডিও-প্রসার ভারতী শোনাবে সরাসরি ধারাবিবরণী ইংরেজি আর হিন্দিতে।
ছবি: সৌ-টুইটার