Placeholder canvas
কলকাতা শনিবার, ০৪ মে ২০২৪ |
K:T:V Clock

Placeholder canvas
Aajke | অনন্ত মহারাজ ওরফে নগেন্দ্র রায়ের জন্য উত্তর আর দক্ষিণবঙ্গে বিজেপির আসন কমবে
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  KTV Desk
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪, ০৪:৫৫:২৭ পিএম
  • / ১৮ বার খবরটি পড়া হয়েছে
  • KTV Desk

ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনের সময়েই সাফ বোঝা গিয়েছিল, রাজবংশী ভোটের কন্ট্রোল অনন্ত মহারাজের হাতে নেই। ইন ফ্যাক্ট কোনওদিনও ছিল কি না তাও জানা নেই। হ্যাঁ, উনি মাঝেমধ্যে মিটিং করলে বা ওনার পেছনে পেছনে বেশকিছু রাজবংশী মানুষজন ঘুরতেন। এক কাগজের বাঘ তৈরি করা হয়েছিল, অনাবশ্যক গুরুত্ব দেওয়া হয়েছিল। কিন্তু প্রত্যেক রাজনৈতিক দল এই মহারাজের পেছনে পেছনে ঘুরেছে। কত বড় পেপার টাইগার ছিলেন তিনি, অসমে ডেরা বেঁধে বসে ছিলেন, সেখানে চলে গেলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, কথাবার্তা হল। দলের মধ্যে অন্য মতামত ছিল, এই মহারাজ যে ভাবে রাজ্য ভাঙার কথা বলছেন, রাজবংশীদের জন্য আলাদা রাজ্য তৈরির দাবি তুলছেন তা দক্ষিণবঙ্গে বুমেরাং হতেই পারে, একথা অনেকে বুঝিয়েও ছিলেন। তাছাড়া এই ধরনের মানুষজনের দাবি মানতে হলে এথনিক রায়ট, জাতি ভাষা গোষ্ঠীর মধ্যে দাঙ্গা অনিবার্য। ঠিক যা হয়েছে বা হচ্ছে মণিপুরে, তা এখানেও হতে পারে। হঠাৎ রাজবংশী মানুষজন মনে করতেই পারেন এ রাজ্যের বাকিরা তাঁদের উন্নয়ন আটকে রেখেছেন, শুরু হয়ে জেতেই পারে জাতিদাঙ্গা। কিন্তু বিজেপির প্রথম লক্ষ্য নির্বাচন, কাজেই নির্বাচনে জেতার জন্য রাজবংশী ভোটকে নিজেদের দিকেই আনার জন্য এই কাগুজে বাঘকে তাঁরা এমনকী রাজ্যসভাতেও পাঠিয়ে দিলেন। এবং তাকিয়ে তাকিয়ে দেখলেন ধূপগুড়ির নির্বাচন হাত থেকে বেরিয়ে গেল। কিন্তু ততদিনে অনন্ত মহারাজ রাজ্যসভার সদস্য। এবার সেই মহারাজ নির্বাচনের আগে, প্রধানমন্ত্রী এসেছেন, আগের দিন বলে দিলেন, কেন্দ্র সরকার রাজবংশী মানুষদের জন্য কিছু করেনি। লাউড অ্যান্ড ক্লিয়ার মেসেজ। সেটাই বিষয় আজকে, অনন্ত মহারাজ ওরফে নগেন্দ্র রায়ের জন্য উত্তর আর দক্ষিণবঙ্গে বিজেপির আসন কমবে।

অনন্ত মহারাজ কীরকম মহারাজ? কোথাকার মহারাজ? ওনার দেওয়া এফিডেভিট থেকে জানা যাচ্ছে, উনি ক্লাস এইট পাশ করেছিলেন, ওইখানেই ইতি। ওনার মোট সম্পত্তি প্রায় দু’ কোটি টাকার। ওনার তিনটে গাড়ি আছে, যার মধ্যে একটা ফরচুনার। গোটা দশ বারো ক্রিমিনাল কেস আছে ওনার নামে। ওনার একটা দেড় বিঘের কৃষিজমি আছে, আর ২০০০ স্কোয়্যার ফুটের একটা বাড়ি আছে। কোনওটাই তিনি উত্তরাধিকারী হিসেবে পাননি। কীরকম মহারাজ? সেই অনন্ত মহারাজ কীভাবে বিজেপির কাছে শাঁখের করাত হয়ে উঠেছেন, আসুন সেটা নিয়ে আলোচনা করি।

আরও পড়ুন: Aajke | মণিপুর? না। জলপাইগুড়ি? হ্যাঁ। উনিজি আসছেন

উত্তরবঙ্গে বড়জোর তিনটে আসনে রাজবংশী মানুষজনের ভোট নির্বাচনের ফলাফলকে কিছুটা প্রভাবিত করতে পারে। এমন নয় যে তা নির্ধারক শক্তি, এমনও নয় যে সেই রাজবংশীদের ভোট কোনও একজন নিয়ন্ত্রণ করেন। কিন্তু রাজবংশী মানুষজনদের একটা চাহিদা আছে, তা নিয়ে মাঝেমধ্যেই দাবি-দাওয়া ওঠে, কিন্তু অনন্ত মহারাজ সেই ক্ষুদ্র এক জনগোষ্ঠীকে নিয়ে এক আলাদা রাজ্যের দাবি করছেন। করাই যায়, এমন আন্দোলন তো বহু হয়েছে। কিন্তু সমস্যা হল, রাজ্যের বাকি ৩৯টা আসনেরর ভোটারেরা তো এটা মেনে নেবে না, তাদের কাছে অন্য রাজনৈতিক দল গিয়ে যখন বলবে যে ওই মানুষটা বাংলা ভাগ করতে চায়, তা অনেক বেশি যুক্তিগ্রাহ্য ইস্যু হয়ে উঠবে। বিজেপি ঠিক যে খেলাটা খেলেছে গোর্খাল্যান্ড নিয়ে, তার মূল্য তাকে চোকাতে হচ্ছে। গতকালই দার্জিলিংয়ে নিমরাজি বিমল গুরুং ইত্যাদির সঙ্গে বৈঠকে রাজু বিস্তও বলেছেন জয় গোর্খাল্যান্ড। সমতলে সেই ক্লিপিং ঘুরছে, তার প্রভাব পড়তে বাধ্য। কেবল নির্বাচনে প্রভাব নয়, আপাতত শান্ত ট্যুরিজমে এগোতে থাকা পাহাড় আবার অশান্ত হয়ে উঠবে সে ভয়ও থেকে যাবে। ঠিক তেমন এই অনন্ত মহারাজ রাজবংশীদের জন্য পৃথক রাজ্য চাই বলে উত্তরবঙ্গের নির্বাচনে কতটুকু প্রভাব ফেলবেন জানা নেই, কিন্তু লাগোয়া আসনগুলোতে তার উল্টো প্রভাব পড়তে বাধ্য। এবং এই ধরনের নেতারা কিছুদিন পরেই দলের কাছে বোঝা হয়ে ওঠে, এই মুহূর্তে অনন্ত মহারাজ বিজেপির কাছে এক বিরাট বোঝা। অন্তত নির্বাচনের সময়টুকুতেও যদি তাঁকে সামলে রাখা না যায় তাহলে তাঁর এই পাগলের প্রলাপে উত্তরবঙ্গ এমনকী দক্ষিণবঙ্গেও বিজেপির ভোট কাটা যাবে, আসন হাতছাড়া হতেই পারে। গতকাল এই নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজ এইসব বলার পরেই দু’ তিন জন বিজেপি শীর্ষ নেতার ফোনাফুনি হয়েছে, একজন নেতা রাতেই গিয়ে পৌঁছেছিলেন ওনার ডেরায়। কিন্তু ওনাকে সামলানো গেছে বলে এখনও কোনও খবর নেই। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম, বাংলাকে দু’ টুকরো করার দাবি তুলে অনন্ত মহারাজ কি আদতে বিজেপিরই ক্ষতি করছেন না? শুনুন মানুষজন কী বলছেন।

ছোট ছোট জাতি ও ভাষাভিত্তিক গোষ্ঠীগুলো ক্রমশ তাদের ভাষা হারাচ্ছে, তাদের সংস্কৃতি আক্রান্ত, হিন্দি হিন্দু হিন্দুস্থানের উগ্র রাজনীতির ফলেই এটা হচ্ছে। এই ভাষা, এই জাতিগোষ্ঠীর সংরক্ষণ জরুরি। কিন্তু তাদের মসিহা হয়ে উঠে কিছু ভুঁইফোড় নেতা হঠাৎই রাজনীতির বোড়ে হয়ে উঠছেন, বড় রাজনৈতিক দলগুলো তাদের কাজে লাগাচ্ছে। আগে এই কাজ কংগ্রেস করেছে, তাদের আশকারাতেই অসম, উত্তর পূর্বাঞ্চল, পঞ্জাবে এসব হয়েছে, আজ সেই কাজকে আরও জঘন্যভাবে রাজনীতির আঙিনাতে এনে ফেলছে বিজেপি। ক্ষতি হবে দেশের এবং শেষমেশ তারা ফ্রাঙ্কেস্টাইন হয়ে উঠে ওই বিজেপিকেই খাবে। আজ অনন্ত মহারাজ সেই কাজটিই করছেন, নতুন কিছু নয়।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১
১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮
১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫
২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১  
আর্কাইভ

এই মুহূর্তে

বাতিল গানের কনসার্ট, অসুস্থ প্রিয়ঙ্কার স্বামী নিক!
শনিবার, ৪ মে, ২০২৪
ধেয়ে আসছে কালবৈশাখী, কবে, জানুন
শনিবার, ৪ মে, ২০২৪
ভোটের দুদিন আগে সন্ত্রাস চালাতে বলেছেন মুখ্যমন্ত্রী, দাবি অধীরের
শনিবার, ৪ মে, ২০২৪
ধোনি আমার ক্রিকেটের ‘পিতা’, বললেন লঙ্কান পেসার
শনিবার, ৪ মে, ২০২৪
৮ দিন পর বাড়ি পৌঁছল নিহত বিজেপি কর্মীর মৃত দেহ
শনিবার, ৪ মে, ২০২৪
তীব্র তাপের ঝলসে যাচ্ছে চা গাছের কচি পাতা
শনিবার, ৪ মে, ২০২৪
রাজনীতির ময়দানে বাবার সঙ্গে বিভাজন রেখা টানলেন সোনাক্ষী!
শনিবার, ৪ মে, ২০২৪
কুণালের মান ভঞ্জন, বিশেষ উদ্যোগ ব্রাত্যের
শনিবার, ৪ মে, ২০২৪
মোহনবাগানকে ফাইনালের জন্য শুভেচ্ছা জানালেন সনি নর্ডি
শনিবার, ৪ মে, ২০২৪
তাপপ্রবাহের জেরে ক্ষতিগ্রস্ত সুন্দরবনের পটল চাষিরা
শনিবার, ৪ মে, ২০২৪
হাইভোল্টেজ ঘাটালে ভোট বয়কটের ডাক
শনিবার, ৪ মে, ২০২৪
কমছে তাপমাত্রা, রবিবার থেকে বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গে
শনিবার, ৪ মে, ২০২৪
দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় খোকলাবস্তির বাসিন্দারা
শনিবার, ৪ মে, ২০২৪
লাগামহীন ভূর্গভস্থ জল ব্যবহারে অভিযুক্ত দেশের ১৩ ক্রিকেট স্টেডিয়াম  
শনিবার, ৪ মে, ২০২৪
কীভাবে কেজরিওয়ালের বিরুদ্ধে মামলা? সুপ্রিম প্রশ্নের মুখে ইডি
শনিবার, ৪ মে, ২০২৪
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.   Privacy Policy
Developed By KolkataTV Team