প্রেম, চাকরী, বিয়ে, স্বাস্থ্য, আর্থিক সচ্ছলতা সব কেমন হবে, কী বলছে গ্রহ নক্ষত্রের অবস্থানের বদল।কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য কেমন হবে ২০২২ দেখে নিন-
শান্তি ও সম্প্রীতিতে কাটবে আপনার নতুন বছর। অন্যদের সঙ্গে এই শান্তি ও খুশি ভাগ করে নেবেন আপনি। স্বাভাবিকভাবেই সামাজিক জীবনে এই কারনে গুরুত্ব পাবেন। তবে কর্মজীবনে খুব একটা সুখের হবে না। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে আবেগ পড়ে কোনও সিদ্ধান্ত নেবেন না।
চাকুরীজীবী ও ব্যবসায়ী উভয়দের জন্যেই খুবই ভাল সময়। তবে অফিস পলিটিক্স থেকে দূরে থাকুন। এবছর চূড়ান্ত ব্যাস্ততা থাকবে। বছরের মাঝামাঝি চাকরি বদলের চিন্তাভাবনে একেবারেই করবেন না। চাকরিতে প্রোমোশনের যোগ রয়েছে। ২০২২ আপনার কেরিয়ারে স্থিরতা আনবে।বছরের মাঝামাঝি বেতন বৃদ্ধির ভাল যোগ রয়েছে।
কুম্ভ রাশির ছাত্রছাত্রীদের জন্য নতুন বছর সব দিক দিয়ে খুবই শুভ। বোর্ড পরীক্ষা থেকে শুরু করে কম্পিটেটিভ পরীক্ষা সব ক্ষেত্রেই আশানুরূপ ফল হবে। তবে প্রাইমারির ছাত্রদের মধ্যে পড়াশোনায় অমনযোগ ভাব দেখা যাবে। তবে সাময়িক পরীক্ষার ফলাফলের ওপর এর বিশেষ প্রভাব পড়বে না।
মোটের ওপর স্বাস্থ্য ভাল থাকবে। পুরোনো কোনো রোগব্যাধি থাকলে এবছর রোগমুক্ত হবেন। তবে হাঁটুর ব্যথা কিছুটা ভোগাতে পারে। বাড়াবাড়ি হওয়ার আগেই চিকিত্সকের পরামর্শ নিন। খাওয়া দাওয়ার দিকে নজর দিন, পুষ্টিকর ও বাড়ির তৈরি খাবার খান। নিয়মিত শরীরচর্চা করুন, প্রাণায়াম করতে পারেন।সন্তানের জন্য চেষ্টা করলে স্বাস্থ্যের দিকে থেকে সব কিছু ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন।ঘুম নিয়ে সাময়িক সমস্যা হতে পারে। রাতে ঘুমোতে যাওয়ার আগে হার্বাল টি খান। প্রচুর পরিমানে জল খাবেন।
সময়টা আর্থিক সচ্ছলতার, বাড়তি উপার্জনের সুযোগ তৈরি হতে পারে। আয়ের একাধিক পথ খুলবে। আয় বাড়লে ক্রয় ক্ষমতাও বাড়বে। স্টেটাস বাড়বে। তবে বাড়তি অর্থ যেমন সুখের তেমন চিন্তারও। তাই ফিন্যানসিয়াল প্ল্যানারের সঙ্গে কথা বলে বিনিয়োগ ও সঞ্চয়ের বিষয়গুলো জেনে নিতে পারেন। উপকার হবে।
আর্থিক সচ্ছলতা যত ভালই থাকুক না কেন প্রেম এসেও আসবে না জীবনে। প্রেম, প্রণয় ও বিবাহের জন্য সময়টা একদমই শুভ নয়। পার্টনার বা মনের মানুষের ব্যবহারে উষ্ণতার অভাব থাকবে। সম্পর্কে সমস্যার সৃষ্টি হবে। প্রেমের পরের ধাপ হিসেবে এ বছরই বিয়ের সিদ্ধান্ত নিলে তা বাস্তবায়িত নাও হতে পারে। সমস্যা এতটাই বাড়তে পারে যে আপতত বিয়ে স্থগিত হয়ে যেতে পারে। এমনকি সম্পর্কের তিক্ততা থেকে বেড়িয়ে আসতে শহর বদলের সিদ্ধান্ত নিতে হতে পারে।