৫২০তম ছবিতে কাজ করে ফেললেন অনুপম খের। সূরজ বরজাতিয়ার ‘উঁচাই’ নিয়ে তাই উচ্ছ্বাসের শেষ নেই বর্ষিয়ান অভিনেতার। ছবিতে অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন অনুপম। এই প্রথম অবশ্য নয়, এর আগেও বিগ- বি-র সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি। তবু অমিতাভের সঙ্গে অভিনয় করতে গেলে তাঁর প্রতিবারই প্রথম অভিজ্ঞতা বলে মনে হয়।
সোশ্যাল সাইটে বিগ-বি-র সঙ্গে ছবি শেয়ার করে অনুপম লিখেছেন, ‘হ্যাপি অ্যান্ড হামবিলড্’। তিনি আরও লিখেছেন এখনও অমিতাভ বচ্চনের মতো লেজেন্ডদের থেকে তিনি অনেক কিছু শেখেন, তাঁর মতে হিরোরা আসেন যান কিন্তু লেজেন্টরা থেকে যান।
নেপালে সূরজ বরজাতিয়ার ‘উঁচাই’-এর শ্যুটিং হচ্ছিল, সেটে ছিলেন অনুপম। সোশ্যাল সাইটে সেই অভিজ্ঞতাও শেয়ার করেছিলেন বর্ষিয়ান অভিনেতা। ‘উঁচাই’-এর শ্যুটিং-এর অভিজ্ঞতা তাঁকে মানুষ এবং অভিনেতা হিসেবে অন্যরকম করে দিয়েছে। নেপালের শ্যুটিং-এর ২৭ দিন তাঁর কাছে ছিল জীবন বদলে দেওয়ার ২৭ দিন। নিজেকে যেন অন্য রকম করে খুঁজে পেয়েছেন তিনি।
নিজের কেরিয়ারের ৫২০ নম্বর ছবিতে পরিণীতি চোপড়া, অমিতাভ বচ্চন, নীনা গুপ্তা, বোমান ইরানি, ড্যানি ডেনজোংপা, সারিকার মতো অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন অনুপম খের। এমন একটা কাস্টিং-ও তাঁর কাছে পাওনা, তা আগেই স্বীকার করেছেন অভিনেতা।