অভিনেত্রী পাওলি দাম এমনিতে ব্যক্তিগত বিষয় সংবাদ মাধ্যমে খুব একটা আনতে চাননা। পছন্দ করেন তাঁর কাজ নিয়ে আলোচনা করতে। তবে রবিবার একটি ছবি পোষ্ট করে জানান, চোখের পলকেই চার বছর কেটে গেছে স্বামী অর্জুন দেবের সঙ্গে।
তাঁদের বিবাহ বার্ষিকী চাইলে বিদেশেই কাটাতে পারতেন, তবে পাওলি একটু অন্যরকম। তাই শ্যুটিংয়ের ফাঁকেই সময় করে গুয়াহাটির ব্রহ্মপুত্র নদের এক দ্বীপে একান্তে পালন করলেন তাঁদের বিবাহ বার্ষিকী। অর্জুন দেবের সঙ্গে কেক কেটে কাটালেন একান্তে।
স্যোশাল মিডিয়ায় জানানেল, এমন অনেক স্মৃতি তিনি তৈরি করতে চাব স্বামী অর্জুনের সঙ্গে।