পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের শেরদিল এর শ্যুটিংয়ের কাজ শেষ করলেন রবিবার রাতে। এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন পঙ্কজ ত্রিপাঠী, নীরজ কবি, সায়নী গুপ্ত প্রমুখ। কিছুদিন আগেই উত্তর বঙ্গের বিভিন্ন জায়গায় শ্যুটিং সেরে কলকাতায় শেষ দুদিনের কাজ শেষ করে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।
এই ছবিটি বহুদিন ধরে প্ল্যান করেছিলেন পরিচালক এবং তিনি ঠিক যেভাবে চিত্রনাট্য সাজিয়ে যে ধরণের অভিনেতা নিয়ে ছবি প্ল্যান করছিলেন, অনেক প্রযোজকই রাজি হয়নি, একাধিকবার জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালকের ছবির প্রযোজক খুঁজতে বেগ পেতে হয়েছে, অবশেষে খুব কম সময়ে শ্যুটিংয়ের কাজ শেষ করতে পেরে খুশি পরিচালক সহ কলাকুশলীরা। এখন শুধু সময়ের অপেক্ষা। প্রেক্ষাগৃহে দর্শকদের কাছে পৌঁছেযাবে শেরদিল