৮ডিসেম্বর বিনয় বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্তর দুঃসাহসী রাইটার্স অভিযান কেন্দ্র করে তৈরী এই ছবির ট্রেলার আসছে খুব শিগগির। অরুণ রায় পরিচালিত এই ছবির ট্রেলর লঞ্চ হবে সেই ঐতিহাসিক দিনে, ১৯৩০ সালে যে দিন রাইটার্স বিল্ডিং এ অনুপ্রবেশ করে অত্যাচারী সিম্পসন কে হত্যা করেছিলেন ভারত মায়ের দুঃসাহসী তিন সন্তান বিনয় বাদল দীনেশ।। ছবিতে যে উঠে আসতে চলেছে ভারতের স্বাধীনতা সংগ্রামের সেই গুরুত্বপূর্ণ অধ্যায়ের বাঙ্ময় ছবি, তারই প্রমাণ পাওয়া গেল সদ্য মুক্তি পাওয়া ছবির প্রমোর ঝলক থেকে।
সিম্পসন এর অত্যাচারে যখন অতিষ্ট পরাধীন ভারত, ভারতীয় দের উপর চলছে তীব্র অত্যাচার, তার অরাজকতায় হত্যা হোক বা ধর্ষণ সব কিছুই হয়ে গিয়েছিল স্বাভাবিক ঘটনা, তখন পরাধীন ভারতকে এই সিম্পসন এর হাত থেকে মুক্ত করতে ব্রিটিশ পোশাকে সজ্জিত হয়ে রাইটার্স বিল্ডিং – এ অনুপ্রবেশ করেন বিনয় বাদল দীনেশ।। ১৯৩০ সালের ৮ ই ডিসেম্বরের এই ঘটনা নাড়িয়ে দিয়েছিল ভারতবর্ষের ব্রিটিশ ভিত্তি।
এবার এই দুঃসাহসী ঐতিহাসিক ঘটনাই বড় পর্দায় দেখবে বাঙালী ‘৮/১২’ ছবিতে। কিঞ্জল নন্দ, অর্ণ মুখোপাধ্যায়, সুমন বসুকে দেখা যাবে এই ছবির প্রধানচরিত্রে রয়েছেন, সঙ্গে রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়, খরাজ মুখার্জী, শঙ্কর দেবনাথ, দেবরাজ মুখার্জী, গুলশনারা খাতুন, অনুষ্কা চক্রবর্তী প্রমুখ।সদ্য মুক্তি পাওয়া প্রমো তে যেন উঠে এলো পরাধীন ভারতের এক টুকরো নির্যাস।। ট্রেলার মুক্তি পেতে চলেছে আগামী ৮ ডিসেম্বর।