হাওড়া : অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বিজেপি ত্যাগের পর গেরুয়া শিবিরকে কড়া ভাষায় আক্রমণ করছে তৃণমূল৷ অনুব্রত মণ্ডল থেকে শুরু একাধিক নেতা-নেত্রী শ্রাবন্তীর বিজেপি ত্যাগ নিয়ে মতামত জানিয়েছেন৷ এ দিন যুব তৃণমূলের রাজ্য সভাপতি সায়নী ঘোষও বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেছেন ৷ লিলুয়ার এক অনুষ্ঠানে গিয়ে সায়নী বলেন, ‘কোনও মহিলার পক্ষেই বিজেপিতে থাকা সম্ভব নয়৷ শ্রাবন্তী ভাল মেয়ে ও ভাল থাকুক ও রাজনীতি করুক আর না করুক ও জয়ী হোক৷’
অন্যদিকে, বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, ‘বিজেপি জঞ্জালে পরিপূর্ণ। ওই জঞ্জালে ভদ্রলোকের থাকা মুশকিল। উনি তো মহিলা। ওর পক্ষে ওই জঞ্জালে থাকা সম্ভব নয়।’
এর আগে আর এক টলি-অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীও বিজেপি ছেড়েছেন। এবার দল ছাড়লেন শ্রাবন্তী। এই প্রসঙ্গে অনুব্রত বলেন, শুধু শ্রাবন্তী কেন, সবাই একে একে ছাড়বেন। সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হবেন।
আরও পড়ুন: ‘ঘাড় থেকে ভূত নামল’, ‘নগরীর নটীর’ বিদায়ে স্ব-মেজাজে তথাগত, আরও চওড়া হচ্ছে বিজেপির ফাটল
নাম না করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ‘চোর’ বলে কটাক্ষ করেন অনুব্রত। বীরভূমের তৃণমূল সভাপতি বলেন, ২৮ বছর দল করার পর হাওড়ায় বিজেপি সভাপতি সুরজিৎ সাহাকে বহিষ্কার করা হল। একটা চোর ছড়ি ঘোরাচ্ছে। তাই বিজেপি পার্টি এখন জঞ্জালে ভরে গিয়েছে। কেউ থাকতে রাজি নয়।
বিজেপিকে কটাক্ষ করে অনুব্রত আরও বলেন, দেখবেন নোংরা জায়গাতে কুকুর কখনো শোয় না। রাস্তাঘাটে খেয়াল করবেন নোংরা জায়গায় শোয় না। শ্রাবন্তী অভিনেত্রী ৷ বাকি সব পরিচয় ছেড়ে দিলাম, তিনি তো মহিলা। মহিলা হয়ে কি করে ওই জঞ্জালে থাকবেন?
আরও পড়ুন: পদ্মাসন ছেড়ে শ্রাবন্তী এ বার কাকে বলবেন ‘শুধু তোমারই জন্য’
তথাগত রায় সম্প্রতি বলেছেন, নারী সঙ্গ আর অর্থ বিজেপিকে শেষ করে দিল। এই প্রসঙ্গে অনুব্রত বলেন, আমি এ বিষয়ে কিছু বলতে পারব না। আমি তো ওদের দলে ছিলাম না। ওদের পার্টি অফিসেও ঢুকিনি। ওখানে কী হয় সেটা ওদের দলের লোক বলতে পারবে। বোলপুর পার্টি অফিসের ভেতরে আমি কী করি, সেটা আমার দলের লোক বলতে পারবে।