নদিয়া: ছত্তিশগড়ে সুকমায় সিআরপিএফ ক্যাম্পে ধুন্ধুমার। সহকর্মীর এলোপাথাড়ি গুলিতে মৃত্যু চার জওয়ানের। গুরুতর আহত হয়েছেন আরও তিন জন। নিহত জওয়ানদের মধ্যে রয়েছেন একজন বাঙালি। তিনি নদিয়ার কালিগঞ্জ থানার দেবগ্রামের বাসিন্দা রাজীব মন্ডল। ৩২ বছর বয়সি রাজীবের মৃত্যুর খবর পেতেই শোকস্তব্ধ গোটা পরিবার।
সদ্য ছুটি কাটাতে বাড়িতে এসেছিলেন সিআরপিএফের ছত্তিশগড়ের সুখমায়, ৫০ নম্বর ব্যাটেলিয়ানে কর্মরত রাজীব মন্ডল। বাড়িতে বাবা, মা, স্ত্রী, দুই মেয়ে, এবং দুই ভাইকে নিয়ে তাঁর সংসার। ২০১০ সালে সিআরপিএফ-এ যোগ দিয়েছিলেন রাজীব। প্রথম পোস্টিং ছিল কাশ্মীরে। ছুটি পেলেই মাঝেমাধ্যেই বাড়ি চলে আসতেন রাজীব। একমাস আগেই ছুটি কাটিয়ে কাজে ফিরেছিলেন তিনি। সহকর্মীর গুলিতে এভাবে প্রাণ হারানোর ঘটনা বিশ্বাসই করতে পারছেন না তাঁর পরিবারের সদস্যরা। এই খবর জানাজানি হতেই রাজীব মন্ডলের বাড়িতে শোকের আবহ।
আরও পড়ুন : ছত্তীসগড়ে সহকর্মীর গুলিতে মৃত্যু চার আধা সামরিক বাহিনীর জওয়ানের, আশঙ্কাজনক ৩
ছত্তিশগড়ে সুকমায় সিআরপিএফ ক্যাম্পে এলোপাথাড়ি গুলি চালান এক জওয়ান। সেই ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের, জখম আরও ৩। পুলিশ সূত্রের খবর, আজ ভোর সাড়ে তিনটে নাগাদ জওয়ানদের নিজেদের মধ্যে বচসার মধ্যে এক জওয়ান একে-৪৭ রাইফেল থেকে সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালিয়ে দেন। কী কারণে তিনি এই ঘটনা ঘটালেন তা জানতে সিআরপিএফের তরফে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে