কলকাতা: শেষ রক্ষা হল না৷ দীপাবলির আলোর রোশনাইয়ে নেমে এল অন্ধকার৷ মারা গেলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়৷ বয়স হয়েছিল ৭৫ বছর৷ বৃহস্পতিবার রাত ৯.২২ মিনিটে এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ তাঁর মৃত্যুর খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন৷ শুক্রবার সকাল ১০ থেকে বেলা ২ পর্যন্ত দেহ শায়িত থাকবে রবীন্দ্রসদনে৷ শেষ শ্রদ্ধা জানানোর জন্য৷ বৃহস্পতিবার রাত এগারোটার পর তাঁর দেহ এসএসকেএমের কার্ডিওলজি বিভাগ থেকে বের করে তপসিয়া পিস ওয়ার্ল্ডে রাখা হয়৷
বৃহস্পতিবার রাত ৮.১৫ নাগাদ সুব্রত মুখোপাধ্যায়ের হার্ট অ্যাটাক হয়৷ খবর পেয়ে, পঞ্চায়েত মন্ত্রীকে দেখতে এসএসকেএমে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিমরা। কিন্তু, তত ক্ষণে সব শেষ৷ পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘পর পর দু’বার সিভিয়ার হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যু হয়’৷
সুব্রতবাবু ১৯৭১ সালে বালিগঞ্জ থেকে প্রথমবার বিধায়ক হন৷ ১৯৭২ সালে দ্বিতীয়বার বিধায়ক হন৷ কলকাতা পুরসভার মেয়রও ছিলেন৷ পঞ্চায়েত দফতর ছাড়াও একাধিক দফতরের মন্ত্রী ছিলেন৷ জাতীয় কংগ্রেস থেকে মত বিরোধের কারণে তৃণমূল কংগ্রেসে যোগ দেন৷ আইএনটিটিইউসি-র দায়িত্বে ছিলেন বহুদিন৷ তাঁর মৃত্যুতে দলমত নির্বিশেষে সকলেই শোক প্রকাশ করেছেন৷
আরও পড়ুন-গেরুয়া সন্ত্রাস, পুরভোটে আগরতলা ছাড়া প্রার্থী দিতে পারল না তৃণমূল-সিপিএম
২০১০ সালের ৬ নভেম্বর ভাইফোঁটার দিনে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থশঙ্কর রায় প্রয়াত হন৷ তার ঠিক এগারো বছরের মাথায় সিদ্ধার্থশঙ্কর রায়ের ডেপুটি সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যু হল৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, শুক্রবারই ছুটি হওয়ার কথা ছিল৷ কিন্তু, বড় বিপর্যয় নেমে এল৷ ’