কলকাতা: প্রাক্তন রাজ্যপাল, বিজেপি নেতা ছাড়াও তিনি ‘দুর্মুখ’ নামে পরিচিত৷ কারণ, তিনি কাউকেই রেয়াত করেন না৷ সুযোগ পেলেই দলীয় কর্মীদের আক্রমণ করেন৷ মঙ্গলবার চার কেন্দ্রে উপ নির্বাচনের ফল প্রকাশ পেতেই নাম করে বঙ্গ ব্রিগেডকে আক্রমণ করলেন৷ দিলীপ ঘোষের একটি পুরনো পোস্টকে টুইট করে আক্রমণ করলেন তিনি৷ দুষলেন রাজ্য বিজেপিকে।
তথাগত রায় লিখেছেন, “দল দালালদের জন্য কোল পেতে দিয়েছিল। গলবস্ত্র হয়ে তাদের এনেছিল। যারা আদর্শের জন্য বিজেপি করত তাদের বলা হয়েছিল, এতবছর ধরে কি করেছেন, ছিঁ..ছেন ? আমরা আঠারোটা সিট এনেছি। জুলিয়াস সিজারের মতো Vini Vidi Vici। এখন ভাঁড়ামো করলে হবে ? আজকে বিজেপির শোচনীয় পরিণতি এই সবের জন্যই।”
দল দালালদের জন্য কোল পেতে দিয়েছিল। গলবস্ত্র হয়ে তাদের এনেছিল। যারা আদর্শের জন্য বিজেপি করত তাদের বলা হয়েছিল, এতবছর ধরে কি করেছেন, ছিঁ..ছেন ? আমরা আঠারোটা সিট এনেছি। জুলিয়াস সিজারের মতো Vini Vidi Vici। এখন ভাঁড়ামো করলে হবে ?
আজকে বিজেপির শোচনীয় পরিণতি এই সবের জন্যই। https://t.co/33JiAjwkvf— Tathagata Roy (@tathagata2) November 2, 2021
আরও পড়ুন-চার কেন্দ্রে ভরাডুবির পর ‘দিশাহীন’ সাংবাদিক সম্মেলন বিজেপির
তিনি কাকে আক্রমণ করতে চাইলেই ক্যাপশনেই স্পষ্ট৷ তাঁর মতে, দিলীপ ঘোষ, শিবপ্রকাশ, অরবিন্দ মেনন এবং কৈলাস বিজয়বর্গীয়র সৌজন্যে তৃণমূল থেকে দল দলে বিজেপিতে যোগদান চলে৷ তাঁরা নিচুতলার নেতাদের গুরুত্ব দেওয়া হয়নি৷ তথাগত রায়ের দেওয়া উদ্ধৃতি ভিডি ভিসি একটি ল্যাটিন শব্দবন্ধ। তার অর্থ, এলাম, দেখলাম, জয় করলাম। তথাগত বলতে চাইছিলেন দিলীপ ঘোষের অ্যাপ্রোচ বা ভঙ্গিমাটা ছিল অনেকটা এমন। আর তারই মাশুল গুনছে বিজেপি আজ, দাবি রাজনৈতিক বিশেষজ্ঞদের।
যে নরেন্দ্র মোদিকে ভারতের পররাষ্ট্র-ঘটিত বিভিন্ন সমস্যা এবং অমিত শাহকে ভারতের সব কোণের সমস্যা সামলাতে হয় তাঁদের উপর পশ্চিমবঙ্গের বিপর্যয়ের দায় চাপানো বাতুলতা। এই দায় পুরোপুরিই চাপবে পশ্চিমবঙ্গে যারা নির্বাচন পরিচালনা করেছিল ও প্রার্থী চয়ন করেছিল তাদের উপরে – অর্থাৎ KDSA টীম। https://t.co/Gsmnn51Ad0
— Tathagata Roy (@tathagata2) November 2, 2021
মঙ্গলবার বাংলার চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ফল প্রকাশিত হয়েছে। চার কেন্দ্রেই শোচনীয় ভাবে হেরেছে বিজেপি। দুটি কেন্দ্রে লক্ষাধিকের বেশি ভোটে বিজেপিকে পরাজিত করেছেন তৃণমূল প্রার্থীরা।
ইগোর চাইতেও অনেক, অনেক বড় টাকা ও নারী।
উপনির্বাচনে সমূহ ভরাডুবির সঙ্গে সঙ্গে আমার কাছে খবর আসতে আরম্ভ করেছে। খবর যেমন চাঞ্চল্যকর তেমনি ভয়াবহ, তেমনি নৈরাশ্যজনক। যাচাই করতে একটু সময় লাগবে | ইতিমধ্যে আরো খবর আসবে। https://t.co/4Xim658naL— Tathagata Roy (@tathagata2) November 2, 2021