চোখ কথা বলে, তাই মেকআপের সময় চোখকেই বিশেষ ভাবে সাজাতে পছন্দ করেন আপনি। বাদবাকি মেকআপ যেমনই হোক না কেন। চোখের সাজ সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারলেই মেকআপের প্রধান কাজ সাড়া হয়ে যায়। আর এখন তো আবার নতুন করে ওমাইক্রনের আতঙ্কে মুখ মাস্কে ঢাকা। তাই বিয়ে বাড়ির সাজেও যারা মাস্ক ছাড়া ভাবতে চাইছেন না তাদের কাছে চোখের মেকআপ যখেষ্ট গুরুত্বপূর্ণ। তবে ভুরু ও চোখের পাতায় তেমন লোম না থাকলে চোখ সেভাবে সাজানো যায় না। ভুরু ও চোখের পাতার সঠিক মাত্রায় লোম থাকলে পুরো মুখটাই অন্যরকম দেখতে লাগে। তাই আপনারও যদি ভুরু ও চোখে কম লোমের সমস্যা থাকে তা হলে ব্যবহার করুন এই আইল্যাশ ও আইব্রাও সেরাম। প্রাকৃতিক উপকরণে তৈরি এই সিরাম খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এইভাবে-
উপকরণ
সেরাম বানিয়ে নিন এই ভাবে-
একটি পাত্রে আধ চা চামচ ক্যাস্টর অয়েল, আমন্ড অয়েল ও নারকেল তেল মিশিয়ে নিন। চাইলে আপনি শুধুমাত্র ক্যাস্টর অয়েল ব্যবহার করতে পারেন। কিন্ত এটা খুবই গাঢ়় তাই ক্যারিয়ার অয়েল যেমন নারকেল তেল ও আমন্ড অয়েলের সঙ্গে মিশিয়ে নেওয়া ভাল।
এবার এই তিনটি তেলের মিশ্রণে ভিটামিন ই ক্যাপসুলে থেকে তেল এই পাত্রে ভাল করে মিশিয়ে দিন।
এবার এই সিরাম বা মিশ্রণটি পরিষ্কার করে রাখা পুরোনো মাস্কারার বোতলে ঢেলে রাখুন। এতে মিশ্রণটি ঢেলে রাখলে এর বিশেষ তুলি দিয়ে সিরাম চোখের পাতায় এবং ভুরুতে লাগাতে সুবিধে হবে।
এই ধরনের বোতল খালি না থাকলে অন্য যে কোনও খালি পাত্রে এই সেরাম ঢেলে রাখতে পারেন। এবং পরে কিউ টিপের সাহায্যে লাগিয়ে নিতে পারেন।
এই সেরামটি প্রত্যেকদিন চোখের পাতায় আর ভুরুতে ভাল করে লাগিয়ে নিন। তফাতটা নিশ্চই লক্ষ্য করবেন।
ক্যাস্টর অয়েলে ভিটামিন ই থাকায় এটি চুল বা লোম বাড়তে সাহায্য করে। তাই এই সেরামে আরও ভিটামিন ই যোগ করার ফলে চুল বাড়ার প্রক্রিয়া দ্রুত হয়। এই সেরাম রাতে ঘুমোতে যাওয়ার আগে চোখের পাতা ও ভুরুতে লাগিয়ে নিন। এবং দিনে ব্রাও জেল হিসেবে এই সেরাম ব্যবহার করতে পারেন।