দুবাই: মাঠে ফিরেই রেকর্ড| আইপিএলের মঞ্চে প্রথম ক্রিকেটার হিসাবে কোনও একটি দলের বিরুদ্ধে হাজার রান করার রেকর্ড গড়লেন হিটম্যান| কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ১০০০ রান করলেন রোহিত|
প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধ খেলতে পারেননি রোহিত শর্মা| আফসোসটা ছিল| কিন্তু সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ| তাই ঝুঁকি নিতে চাননি তিনি| নাইটদের বিরুদ্ধেই মাঠে ফেরার ইঙ্গিতটা ছিল| হয়ত নাইট বাহিনীর বিরুদ্ধে রেকর্ডটা করবেন বলেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি|
টস জিতেই প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা| শুরু থেকেই ছিলেন দুরন্ত ছন্দে| নাইটদের বিরুদ্ধে হাজার রান করা থেকে পিছিয়ে ছিলেন মাত্র ১৮ রানে| নাইট রাইডার্সের বিরুদ্ধে সেটা করতেই রোহিতের মুকুটে নতুন পালক|
বরাবরাই কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ভাল পারফরম্যান্স দেখিয়ে এসেছেন তিনি| ইডেন গার্ডন্সে তো সবসময়ই সফল দ্য হিটম্যান| আইপিএলের দ্বিতীয় পর্বে তাঁর প্রথম ম্যাচেই কলকাতা নাইটরাইডার্সের বিরুদ্ধে ১০০০ রান করার রেকর্ড গড়লেন রোহিত শর্মা|
এরপরই রেকর্ডের সামনে রয়েছেন ডেভিড ওয়ার্নারও| পঞ্জাব কিংসের বিরুদ্ধে তাঁর রান এখন ৯৪৩| আর ৫৭ রান বাকি ওয়ার্নারের নতুন রেকর্ড গড়তে|