তাসখন্দ: কঠিন লড়াই| এফসি নাসাফের বিরুদ্ধে ইতিহাস তৈরির লক্ষ্যে বুধবার তাসখন্দের কার্শি স্টেডিয়ামে নামছে এটিকে-মোহনবাগান| ছক প্রস্তুত| প্রতিপক্ষকে আটকানোর নীলনক্সাও তৈরি হয়ে গিয়েছে| এখন শুধু মাঠে নামার অপেক্ষা|
নাসাফকে আটকাতে যে রক্ষণে শক্তি বাড়িয়ে মাঠে নামবেন আন্তোনিও লোপেজ হাবাস তা এই কদিন ধরে তাঁর দেওয়া ইঙ্গিতেই স্পষ্ট| যদিও নাসাফের মতো দলের বিরুদ্ধে নামার আগে অতি সাবধানী হাবাস| তবে রক্ষণাত্মক নয়, শুরু থেকে খানিকটা আক্রমণাত্মক ফুটবল খেলে প্রতিপক্ষকে চাপে রাখার চেষ্টাই করবে সবুজ-মেরুন ব্রিগেড|
নাসাফের বিরুদ্ধে নামার আগে হাবাস জানান, ‘প্রতিযোগিতামূলক টুর্ণামেন্টে ওরা যথেষ্ট শক্তিশালী| আমাদের মতো ওদের দলেও রয়েছে নিমেষে ম্যাচের রং বদলে দেওয়ার মতো ফুটবলার| তাই সকলকেই সাবধানে খেলতে হবে’|
যদিও মঙ্গলবার পজেশনাল ফুটবলর ওপরই বেশি জোর দিয়েছেন আন্তোনিও লোপেজ হাবাস| মূল স্টেডিয়ামে অনুশীলন করলেও, ফুটবলারদের হাল্কা মেজাজেই রাখার চেষ্টা করছেন সবুজ-মেরুন ব্রিগেডের হেডস্যার|
প্রতিপক্ষের ডেরায় রয়েছেন| সেইসঙ্গে ক্লোজড অনুশীলনের সুযোগও পাননি| তাই সমস্তরকম প্রস্তুতি না করানোরই সিদ্ধান্ত নিয়েছেন হাবাস| প্রতিপক্ষের থেকে কৌশল গোপন করার জন্যই হয়ত এই সিদ্ধান্ত|
সন্ধ্যেয় মূল স্টেডিয়ামে অনুশীলন সারে এটিকে-মোহনবাগান| আবহাওয়া নিয়ে আগেই স্বস্তির কথা শোনা গিয়েছিল মোহনবগান ফুটবলারদের মুখে, এদিন হাবাসের মুখেও সেই একই কথা| বিশেষকরে এই আবহাওয়া যে কাউকোকে সাহায্য করবে, সে ব্যপারে যথেষ্ট আশাবাদী তিনি|
রক্ষণে শুভাশিস, প্রীতম কোটাল, লিস্টন কোলাসোরাই প্রধান ভরসা হাবাসের| সেইসঙ্গে মাঝমাঠে কাউকোর থাকাটা এখন মোহনবাগান শিবিরকে বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে| একইসঙ্গে ছন্দে রয়েছেন রয় কৃষ্ণা, উইলিয়ামস এবং মনবীর সিংও|
গোটা ম্যাচ না খেলালেও উইং প্লেতে জোর বাড়াতে প্রথম থেকেই দেখা যেতে পারে প্রবীর দাসকেও| যদিও প্রতিপক্ষ শিবিরকে নিয়েও যথেষ্ট সাবধানী হাবাস| সেইসঙ্গে নিজের দল নিয়েও আশাবাদী মোহনবাগান কোচ|
তিনি জানান, ‘দুবাইয়ে আমাদের প্রস্তুতি বেশ ভাল হয়েছে| নাসাফকে হারানোর মতো শক্তিও রয়েছে আমাদের| তবে সেইসঙ্গে এটাও মাথায় রাখতে হবে, ওদের শিবিরেও রয়েছে বেশকিছু ভাল ফুটবলার’|
কোচের পাশাপাশি দলের ফুটবলাররাও তেতে রয়েছেন এই ম্যাচে নামার জন্য| উজবেকিস্তানের ঘরের মাঠে তাদের সেরা দলকে হারিয়ে সবুজ-মেরুন ব্রিগেড ইতিহাস তৈরি করে ফিরতে পারে কিনা সেটাই দেখার|