নয়াদিল্লি: করোনার ওষুধের উপর জিএসটি (GST) ছাড় একই থাকছে৷ তবে ছাড়ের সময়সীমা বাড়াল কেন্দ্র৷ শুক্রবার জিএসটি কাউন্সিলের বৈঠকে ঠিক হয়েছে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত করোনা ওষুধে জিএসটি ছাড় একই থাকছে৷ ছাড়ের এই সময়সীমা শেষ হওয়ার কথা ছিল ৩০ সেপ্টেম্বর৷
এদিন লখনউয়ে বসে জিএসটি কাউন্সিলের ৪৫তম বৈঠক৷ ওই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)৷ করোনা অতিমারি পর্বে এই প্রথম সামনা সামনি বসে জিএসটি কাউন্সিলের বৈঠক৷ শেষ বৈঠক হয়েছিল ২০১৯ সালের ১৮ ডিসেম্বর৷
বৈঠকে বেশ কয়েকটি ওষুধের উপর জিএসটি ছাড়ের সিদ্ধান্ত হয়েছে৷ যেমন, ক্যানসার চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধের উপর ১২ শতাংশ থেকে কর কমে ৫ শতাংশ হচ্ছে৷ তবে করোনার ওষুধের উপর জিএসটি ছাড় একই থাকছে৷
GST Council cuts tax rates on medicines used in cancer treatment from 12 pc to 5 pc: FM
— Press Trust of India (@PTI_News) September 17, 2021
তবে পেট্রোল-ডিজেলকে এখনই জিএসটির আওতায় আনা হচ্ছে না৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন, কাউন্সিলের মনে হয়েছে পেট্রোল-ডিজেলকে জিএসটি-র আওতায় আনার সময় এখনও আসেনি৷
আরও পড়ুন : কাউন্সিলের বৈঠকে একযোগে বিরোধিতা, জ্বালানি তেলে বসছে না জিএসটি
জিএসটি কাউন্সিলের বৈঠকে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে৷ রেস্টুরেন্টগুলোর কর ফাঁকি আটকাতে অনলাইন ফুড ডেলিভারি সংস্থাগুলোকে জিএসটি সংগ্রহ ও জমা করার অনুমোদন দেওয়া হল৷ অনেকের আশঙ্কা এর ফলে অনলাইনে খাবারের দাম বাড়বে৷ কিন্তু রাজস্ব সচিব তরুণ বাজাজ দাবি করেন, খাবারের উপর নতুন কোনও কর ঘোষণা করা হয়নি৷ তিনি বলেন, কোনও অনলাইন ফুড ডেলিভারি সংস্থা থেকে কেউ খাবার অর্ডার করল৷ সেই খাবারের জন্য রেস্টুরেন্টকে জিএসটি দিতে হবে৷ কিন্তু দেখা যাচ্ছে, অনেক রেস্টুরেন্ট এই জিএসটি ঠিক মত সরকারকে দিচ্ছে না৷ তাই অনলাইন ফুড ডেলিভারি সংস্থাগুলো গ্রাহকদের কাছ থেকে জিএসটি সংগ্রহ করবে৷ এবং রেস্টুরেন্টের বদলে তারা সরকারের ঘরে জিএসটি জমা করবে৷
E-commerce operators Swiggy, Zomato to pay GST on restaurant service supplied through them; tax to be charged at point of delivery: FM
— Press Trust of India (@PTI_News) September 17, 2021