আজ মঙ্গলবার অক্ষয় কুমার নিজেই টুইট করে জানালেন খুশির খবর। তার আসন্ন ছবি স্পাই থ্রিলার ‘বেল বটম’ এর টিজারের সঙ্গে সঙ্গে ছবি মুক্তির তারিখ জানালেন তিনি। টুইটে খিলাড়ি অক্ষয় লিখেছেন আগামী মাসেই তার ছবি মুক্তি পাবে। তিনি আরো লেখেন,”আমি জানি আপনারা ‘বেল বটম’ এর জন্য অধীরে অপেক্ষা করছিলেন। আজ ছবি মুক্তির তারিখ ঘোষণা করতে পেরে আমিও খুব খুশি।” তিনি বলেন, “গোটা বিশ্বের বড় পর্দাতেই তার ছবি মুক্তি পেতে চলেছে। আপাতত ২৭ জুলাই দিনটি নির্ধারিত হয়েছে ছবি মুক্তির জন্য।”
রঞ্জিত এম তিওয়াড়ি পরিচালিত এই ছবিতে আটের দশকের গল্প দেখতে পাবেন দর্শকরা। একজন ‘র’ এজেন্ট এর চরিত্রে দেখা যাবে অক্ষয়কে। সেই সময়কার অন্যতম ফ্যাশন বেল বটম কেও তুলে ধরা হয়েছে ছবিতে। সেই সঙ্গে রয়েছে অক্ষয়ের মারকাটারি একশন স্টান্ট। চেয়ারটা টেনে বসে
শুটিংয়ের জন্য স্কটল্যান্ড পৌঁছানোর পর দুই সপ্তাহের কোয়ারেন্টাইনে ছিলেন ইউনিট। দুই শিফটে অক্ষয় নিজে ১৬ঘণ্টা কাজ করেছিলেন এ ছবির জন্য। যা তিনি আগে কখনো করেননি। তারা এই অভাবনীয় এনার্জি দেখে গোটা টিম উদ্ভূত হয়েছিল।। স্পাই থ্রিলার ছবি ‘বেল বটম’ এ তার সঙ্গে দেখা যাবে হুমা কুরেশি ও লারা দত্তকে।