যুক্তরাষ্ট্র ওপেন থেকে নাম তুলে নিলেন সেরেনা উইলিয়ামস| হ্যামস্ট্রিংয়ের চোট এখনও পুরোপুরি সারেনি| মার্গারেট কোর্টের রেকর্ড ছোঁয়ার স্বপ্ন ক্রমশই ঝাপসা হচ্ছে টেনিস কুইনের|
গত মরসুম থেকেই চোট আঘাতে জর্জরিত সেরেনা| গ্র্যান্ডস্লামে সাফল্য নেই প্রায় আড়াই বছর| মাঝেমধ্যে সেরেনাকে মেজাজ হারাতেও দেখা গিয়েছিল| এবারেও উইম্বলডন পারেননি| ঘরের কোর্টে রয়েছ মরসুমের শেষ গ্র্যান্ডস্লাম|
কিন্তু সেখানেও নামা হল না সেরেনা উইলিয়ামসের| চিকিতসকের পরামর্শ এখনও পুরোপুরি সুস্থ নন তিনি| আর সেজন্যই ইউএস ওপেন থেকে নাম তুলে নিতে বাধ্য হলেন ২৩টি গ্র্যান্ডস্লামের মালকিন|
মরসুমের শেষ গ্র্যান্ডস্লামে নামবেন বলেই, সিনসিনাটি ওপেন, টোকিও অলিম্পিকের মতো মঞ্চ থেকে নাম সরিয়ে নিয়ছিলেন| কিন্তু শেষরক্ষা হল না| সেই পুরনো চোটই তাঁর যুক্তরাষ্ট্র ওপেনে নামার আশা শেষ করে দিল|
বুধবার নিজেই সোশ্যাল সাইটে তাঁর সিদ্ধান্তের কথা জানিয়েছেন সেরেনা| এর আগেই ছিটকে গিয়েছেন নাদাল| চোটের জন্য নেই ফেডেরারও| এবার সেরেনাও নেই| মরসুমের শেষ গ্র্যান্ডস্লামটাও হতে চলেছে তারকাহীন|