কলকাতা: আরজিকর কাণ্ডে(RG Kar Incident) নির্যাতিতার ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে উঠেছে নানা প্রশ্ন। ময়নাতদন্তে গাফিলতির অভিযোগও উঠেছে। এই ঘটনার ১০০ দিনও পেরিয়ে গিয়েছে। সিবিআই তদন্ত নিয়ে ডাক্তারি পড়ুয়া ও বিভিন্ন মহল থেকে উঠেছে নানান প্রশ্ন। এবার তদন্তে গতি বাড়িয়ে গুণমান খতিয়ে দেখতে ১০টি দেহের ময়নাতদন্তের রিপোর্ট চেয়ে পাঠাল সিবিআই (CBI)।
আরও পড়ুন : দলবিরোধী কাজ করলে কাউকে রেয়াত নয়, কড়া অবস্থান দলনেত্রীর
সূত্রের খবর, নির্যাতিতার মৃত্যুর আগে ও পরের পাঁচটি করে দেহের ময়নাতদন্ত রিপোর্ট আরজি কর হাসপাতালের কাছে চেয়ে পাঠালো সিবিআই। গত ৯ অগাস্ট আরজিকর হাসপাতালে ধর্ষণ ও খুন হন ওই হাসপাতালে কর্মরত মহিলা জুনিয়র চিকিৎসক। আরজি কর হাসপাতালেই সেই মৃতদেহের ময়নাতদন্ত হয়। মৃতার ময়নাতদন্ত ঘিরে নানা মহলে শুরু হয় জল্পনা। ময়নাতদন্তে গাফিলতির অভিযোগও উঠেছে। এর পরেও সেই রিপোর্ট একাধিক বার পাঠানো হয়েছে কেন্দ্রীয় ফরেনসিক পরীক্ষাগারে। পাঠানো হয়েছে নানা নমুনাও। কিন্তু বিতর্ক থামেনি। এ বার সেই সব অভিযোগ খতিয়ে দেখতে আরজি করে ময়নাতদন্তের মান যাচাই করতে নির্যাতিতার মৃত্যুর আগে ও পরের পাঁচটি করে দেহের ময়নাতদন্ত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী দল। নির্দেশ মেনে সিবিআইকে মোট ১০টি দেহের ময়নাতদন্তের রিপোর্ট পাঠাবেন হাসপাতাল কর্তৃপক্ষ। নির্যাতিতার ময়নাতদন্তে কোনও গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি হাসপাতালে যাদের ময়নাতদন্ত হয় সেই নমুনায় কোনও গাফিলতি হয় কী না তা খতিয়ে দেখা হবে।
অন্য খবর দেখুন
The post আরজি করের নির্যাতিতার ময়নাতদন্তে গাফিলতির অভিযোগ, হাসপাতাল থেকে ১০টি রিপোর্ট চাইল সিবিআই first appeared on KolkataTV.
The post আরজি করের নির্যাতিতার ময়নাতদন্তে গাফিলতির অভিযোগ, হাসপাতাল থেকে ১০টি রিপোর্ট চাইল সিবিআই appeared first on KolkataTV.