পূর্ব বর্ধমান: শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালের (Shrirampur Hospital) মহিলা কর্মীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ। কুপ্রস্তাব সহ একাধিক অভিযোগ উঠল হাসপাতালেরই এক কর্মীর বিরুদ্ধে। শুক্রবার এই অভিযোগে ACMOH –র কাছে ডেপুটেশন (Deputation) জমা দেন হাসপাতালের মহিলা কর্মীরা। তাঁদের অভিযোগ, শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালের STS জয়জিৎ দাস দীর্ঘদিন ধরেই মহিলা কর্মীদের সঙ্গে অভব্য আচরণ করে আসছে। শুধু তাই নয়, একের পর এক কুপ্রস্তাব ও গভীর রাতে অশ্লীল মেসেজ (Massage) করত বলে অভিযোগ কর্মী জয়জিৎ-র বিরুদ্ধে। এই ঘটনা ঘিরে কার্যত উত্তাল পরিস্থিতি তৈরি হয় কালনার শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে।
জানা গিয়েছে, এর আগেও কর্মরত মহিলা কর্মীরা BDO ও BMOH-র কাছে এই বিষয়ে একটি আবেদন জমা দিয়েছিলেন। তাতেও কোনও কাজ না হওয়ায় শুক্রবার মহিলা কর্মীরা হাসপাতালের সুপারের কাছে লিখিত অভিযোগ জমা দেন। অবিলম্বে কর্মী জয়জিৎ-র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন ওই মহিলা কর্মীরা। হাসপাতাল কতৃপক্ষ এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। মুখে কুলুপ এঁটেছেন প্রায় প্রত্যেকেই। তবে শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালের সুপার জানিয়েছেন ‘একটি অভিযোগ পেয়েছি, বিষয়টি উর্ধ্বতন কতৃপক্ষকে জানানো হবে’।
আরও পড়়ুন: যাত্রীদের জন্য নয়া পরিষেবা মেট্রো রেলের, কোন স্টেশনে মিলবে দেখুন
গত ৯ আগষ্ট আরজিকর হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় তোলপাড় হয়েছে গোটা রাজ্য রাজনীতি। তারপরও পরিস্থিতি বদলায় নি একফোঁটাও। এই ঘটনার পরও বিভিন্ন সরকারি হাসপাতালে মহিলা চিকিৎসক ও কর্মীদের উপর নির্যাতনের ঘটনা সামনে এসেছে। তাহলে প্রশ্ন উঠছে, কোথায় নারীদের নিরাপত্তা?
দেখুন অন্য ভিডিও: