ওয়েব ডেস্ক: ঘুম থেকে উঠে হোক বা ঘুমোতে যাওয়ার আগে- হোয়াটসঅ্যাপে (WhatsApp) চোখ বুলিয়ে নেওয়ার অভ্যেস কমবেশি অনেকেরই রয়েছে। ব্যক্তিগত বার্তালাপ হোক বা পেশাগত চ্যাটিং, প্রায় প্রতিটি ক্ষেত্রেই এই মেসেজিং অ্যাপটির ওপর নির্ভরশীল আমরা। তাই ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষার বিষয়টি বরাবরই গুরুত্ব দিয়ে দেখে এসেছে মেটা-র (Meta) মালিকানাধীন এই সংস্থা। সেই ভাবনা থেকেই এবার হোয়াটসঅ্যাপ নিয়ে এসেছে এক অভিনব প্রচার কৌশল, যার নাম ‘Not Even WhatsApp’।
কিন্তু কী এই নতুন ক্যাম্পেইন? আসলে এই প্রচারের মূল বার্তা একটাই — ব্যবহারকারীদের চ্যাট এতটাই সুরক্ষিত যে, এমনকি হোয়াটসঅ্যাপ নিজেও সেই তথ্যের নাগাল পায় না। একটি ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে, কীভাবে মানুষ তাদের ব্যক্তিগত মুহূর্ত ভাগ করে নিচ্ছে হোয়াটসঅ্যাপে। মেসেজ থেকে ভিডিও কল, নানা কথোপকথন সবই ঘটছে সম্পূর্ণ গোপনীয়তায়। সেই গোপনীয়তার গভীরতা বোঝাতেই এই নামকরণ: ‘Not Even WhatsApp’।
আরও পড়ুন: পাঁচ বছরে ২৬টি নতুন মডেলের গাড়ি আনছে হুন্ডাই মোটর ইন্ডিয়া
এই প্রচারের পাশাপাশি হোয়াটসঅ্যাপ সম্প্রতি চালু করেছে ‘অ্যাডভান্সড চ্যাট প্রাইভেসি’ নামের একটি গুরুত্বপূর্ণ ফিচার। এই ফিচার চালু করলে ব্যবহারকারীদের চ্যাট — তা ব্যক্তিগত হোক বা গ্রুপ — আর কেউ এক্সপোর্ট করতে পারবে না। যদিও স্ক্রিনশট নেওয়া যাবে আগের মতোই, তবে চ্যাট এক্সপোর্ট করে কাউকে পাঠানোর সুযোগ আর থাকছে না।
এই ফিচারটি ব্যবহারের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপের লেটেস্ট ভার্সন থাকতে হবে উভয় ব্যবহারকারীর ফোনেই। সেক্ষেত্রে গোপনীয়তা আরও মজবুত হবে বলে দাবি সংস্থার। সব মিলিয়ে, ডিজিটাল নিরাপত্তার যুগে হোয়াটসঅ্যাপের এই পদক্ষেপ নিঃসন্দেহে আশ্বস্ত করছে কোটি কোটি ব্যবহারকারীকে।
দেখুন আরও খবর: