কলম্বো: আবারও বৃষ্টি শুরু কলম্বোতে। ফলস্বরূপ বাধ্য হয়ে বন্ধ রাখতে হল ম্যাচ। ম্যাচ বন্ধ হওয়ার আগে পাকিস্তানের স্কোর ১১ ওভার শেষে ৪৪/২। প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন ইমাম-উল-হক(৯) এবং বাবর আজম(১০)। ইমাম-উল-হকের উইকেট নেন জসপ্রীত বুমরা এবং বাবর আজমের উইকেট নেন হার্দিক পান্ডিয়া। পাকিস্তানের জয়ের জন্য এখনও প্রয়োজন ৩১৩ রান।
এর আগে ব্যাট করতে নেমে ৩৫৬ রানের বিশাল স্কোর করে ভারত। জোড়া শতরান করেন কেএল রাহুল এবং বিরাট কোহলি। পাঁচ মাস পর প্রত্যাবর্তন করে ১১১ রানের ঝকঝকে ইনিংস খেলেন কেএল রাহুল। মারলেন ১২টি চার এবং ২টি ছয়। একইসঙ্গে বিরাট গর্জন শোনা যায় কোহলির ব্যাট থেকেও। ১২২ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। ৯টি চার এবং ৩টি ছয়ে সাজানো তাঁর ইনিংস। একইসঙ্গে এই ম্যাচকে মাইলফলকের ম্যাচও বলা যেতে পারে। দ্রুততম ১৩০০০ রানের মাইলফলক স্পর্শ করেন বিরাট কোহলি। ওয়ান ডে ক্রিকেটে ৪৭তম শতরানও পূর্ণ করেন বিরাট কোহলি। এরইসঙ্গে বিরাটের সর্বমোট শতরানের সংখ্যা ৭৭।
পাকিস্তান বোলারদের ভীষণ সাদা-মাটা দেখায়। শাহিন ‘পাজল’ ইতিমধ্যেই সল্ভ করে ফেলেছেন ভারতীয় ব্যটাররা! আগামী ১৪ অক্টোবর আমেদাবাদেও একই ফর্মে ব্যাট করতে চাইবেন বিরাট-রাহুলরা।