কলকাতা: আইএসএল জেতার পর থেকেই একের পর এক চমক পাচ্ছিলেন মোহনবাগান সমর্থকরা। নামের ওপর থেকে এটিকের ট্যাগ উঠে যাওয়া কিংবা কামিংসের মতো ফুটবলার দলের সঙ্গে যুক্ত হওয়া, চাপ বাড়িয়েছিল বাকি দলগুলোর। তবে এত আনন্দ আয়োজনের মাঝেই বিষাদের সুর। ঘরের ছেলে প্রীতম কোটালকে হারাতে পারে সবুজ মেরুন শিবির। সম্ভবত পরের মরসুমে কেরালা ব্লাস্টার্সের হলুদ জার্সিতে দেখা যেতে পারে মোহনবাগানের বর্তমান অধিনায়ককে।
সূত্রের খবর, ৯০ শতাংশ কথাবার্তা ইতিমধ্যেই এগিয়ে গিয়েছে। কলকাতা টিভি অনলাইনকে প্রীতমের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছেন, বাকি ১০ শতাংশ নির্ভর করছে পরিস্থিতির উপর। মোহনবাগান ক্লাব সূত্রে খবর, কেরালার সামাদকে পেলে প্রীতমকে ছাড়তে রাজি তারা। তবে, ঘরের ছেলেকে অন্য ক্লাবে পাঠানোর বিষয়ে কোনও মতানৈক্য নেই মোহনবাগান ক্লাব কর্তাদের মধ্যে। এমনই জানা যাচ্ছে সূত্র মারফত।
আরও পড়ুন: Indian Sports Honors 2023 | Celebs | মুম্বইতে ‘ইন্ডিয়ান স্পোর্টস অনার্স ২০২৩’ এ তারকাদের ভিড়
বিগত মরসুমেও প্রীতম কোটালকে নিয়ে তৈরি হয়েছিল একই রকমের জল্পনা। তবে শেষ পর্যন্ত দলবদল হয়নি। এটিকে মোহনবাগানের হয়েই অধিনয়াকত্ব করেছেন তিনি। জিতেছেন আইএসএলের মতো জাতীয় লিগ। সবুজ-মেরুন রঙের সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্ক বাংলার এই ফুটবলারের। সেক্ষেত্রে ঘরের ছেলেকে অন্য ক্লাবের জার্সি গায়ে দেখলে মন ভাঙতে পারে লক্ষ লক্ষ দর্শকের।